Ashes 2025: অ্য়াডিলেডে ৮২ রানে জয় অস্ট্রেলিয়ার, সিরিজও দখলে রাখল কামিন্স বাহিনী
AUS vs ENG: অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৭১ রান বোর্ডে তুলেছিল। অ্য়ালেক্স ক্যারির দুরন্ত শতরান ও খাওয়াজা, স্টার্ক অর্ধশতরান অস্ট্রেলিয়াকে বড় স্কোর বোর্ডে তুলতে সাহায্য করে।

অ্য়াডিলেড: অ্য়াশেজ নিজেদের দখলেই রাখল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টেই জয় ছিনিয়ে নিয়েছে প্যাট কামিন্সের দল। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ৮২ রানে জয় হাসিল করে অজি শিবির। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। স্টিভ স্মিথ এই ম্য়াচে শরীর খারাপের জন্য খেলেননি। তাঁর পরিবর্তে ঢুকে পড়েছিলেন ওসমান খাওয়াজা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৭১ রান বোর্ডে তুলেছিল। অ্য়ালেক্স ক্যারির দুরন্ত শতরান ও খাওয়াজা, স্টার্ক অর্ধশতরান অস্ট্রেলিয়াকে বড় স্কোর বোর্ডে তুলতে সাহায্য করে।
জবাবে রান তাড়া করতে নেমে ২৮৬ রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ড। বেন স্টোকস ৮৩ রানের ইনিংস খেলেন। হ্যারি ব্রুক ৪৫ রানের ইনিংস খেলেন। বেন ডাকেট ২৯ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে জোফ্রা আর্চার অর্ধশতরানের ইনিংস খেলেন। জেমি স্মিথ ২২ রান করেন।
এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪৯ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১৭০ রানের ইনিংস খেলেন ওপেনিংয়ে নেমে। ওসমান খাওয়াজা ৪০ রানের ইনিংস খেলেন। অ্য়ালেক্স ক্যারি ৭২ রানের ইনিংস খেলেন লোয়ার অর্ডারে নেমে। দুটো ইনিংসেই দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্য়াচের সেরার পুরস্কার জিতেছেন ক্যারি। জয়ের পর কামিন্স বলছেন, ''এটা দারুণ একটা মুহূর্ত। এই সিরিজ জয়ের জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম। তবে এই জয় এত সহজ ছিল না।''
View this post on Instagram
নিজের ব্যাটিং ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে অফফর্মের সূর্যকুমার যাদবই। সূর্য নিজেও কিন্তু সজাগ তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''আমার খারাপ সময় অনেকদিন ধরেই চলছে। এটা আমার মাথায় আছে। কিন্তু আমি জানি যে কী করতে হবে। সবকিছু ঠিক করার সময় আছে। আমি নিশ্চিত ব্যাটার সূর্যকুমারকে দ্রুত দেখতে পাওয়া যাবে।'' সূর্যকুমারের পাশে বসে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরও জানিয়েছেন, ''আমাদের অধিনায়কের ওপর পূর্ণ আস্থা রয়েছে। আশা করি সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় দল দারুণ পারফর্ম করতে পারবে।''




















