Asia Cup 2025: 'মনরোগ বিশেষজ্ঞও ওদের কিছু করতে পারবে না', পাক দলকে নিয়ে এ কী বললেন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান?
Pakistan Cricket Team: আজ ভারত-পাক ম্যাচের আগে আগেই পাক শিবিরে যোগ দিয়েছে ডাক্তা রাহিল করিম। এই খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানই বোর্ডকে একহাত নিলেন।

নয়াদিল্লি: আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপের (Asia Cup 2025) মহাদ্বৈরথ। সেই ম্যাচের আগেই পাকিস্তান দলের (Pakistan Cricket Team) সঙ্গে যুক্ত হয়েছে নয়া সদস্য। তবে তিনি কোনও ক্রিকেটার নন, বরং একজন মোটিভেশনাল স্পিকার। আজ ভারত-পাক ম্যাচের আগে আগেই পাক শিবিরে যোগ দিয়েছে ডাক্তা রাহিল করিম। এই খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানই বোর্ডকে একহাত নিলেন।
প্রাক্তন পিসিবি প্রধান নাজম শেঠি (Najam Sethi) সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'আমি আমার সময়ও এমন কিছু করার চেষ্টা করেছিলাম। তবে খেলোয়াড়রা এখানে এসব জিনিসপত্র ভালভাবে নেয়না। আমাদের সংস্কৃতিতে এই ধরনের জিনিসপত্রকে অনেক সময়ই ভুল ভাবা হয়। কেউ মনরোগ বিশেষজ্ঞ কাছে পরামর্শের জন্য গেলে তাঁকে দুর্বল, এমনকী পাগলও বলা হয়ে থাকে, যার ফলে এই জড়তা সৃষ্টি হয়। মানসিক স্বাস্থ্য অনেক বড় বিষয়।'
তিনি আরও যোগ করেন, 'দুর্ভাগ্যবশত এখানে সেটাকে তুমি পাগল না সুস্থ, সেই পর্যন্তই মনে করা হয়। এমনকী বিদেশ থেকে পাশ করে আসা ডাক্তাররাও এই তালিকায় পড়েন। ওরা ইংরেজিতে কথা বলে, যা আমাদের ভাষা নয়। ঊর্দু বা পাস্তোতে কথা বলি আমরা। ওদের (ক্রিকেটারদের) ব্যাকগ্রাউন্ড, ওদের শিক্ষা এবং ওদের ক্লাস এগুলিকেও দেখতে হবে। মনরোগ বিশেজ্ঞরাও রাতারাতি ওদের কিছু করতে পারবে না।'
প্রসঙ্গত, আজ ভারত বনাম পাকিস্তানের ম্যাচে ফের একবার সকলের নজর থাকবে ম্যাচের টসের দিকে। দুই দল করমর্দন করেননি, সেই বিষয়ে আগ্রহী অনেকেই। তবে গত ম্যাচে করমর্দন না করা নিয়ে প্রবল তর্ক, বিতর্ক হয়েছিল। পাকিস্তানের তরফে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে নিয়মলঙ্ঘনের জন্য শাস্তি দেওয়ার এবং তাঁকে টুর্নামেন্ট থেকে অপসরণের দাবি তুলেছিল। তবে আইসিসি তো সেই দাবি মানেইনি, বরং পাকিস্তানকে বেশ অস্বস্তিতেই পড়তে হচ্ছে।
আজ ভারত-পাক ম্যাচের রেফারি সেই অ্যান্ডি পাইক্রফ্টই। পিসিবির দাবিকে গুরুত্বই দিচ্ছে না আইসিসি। ফের ম্যাচ রেফারিকে সরানোর আর্জি খারিজ
প্রতিবাদে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক বাতিল করে পাকিস্তান। তবে তা হচ্ছে না। বাধ্য হয়েই ফের একবার পাইক্রফ্টের রেফারিংয়েই মাঠে নামবে দুই দল। আবারও মুখ পুড়ল পাকিস্তান দলের। এবার দেখার সুপার ফোরের ম্যাচে তাঁরা কেমন পারফর্ম করেন।




















