IND vs AUS: অ্যালেক্স ক্যারির দুরন্ত ক্যাচ ধরেই চোটের কবলে শ্রেয়স, আদৌ ব্যাটিংয়ে নামতে পারবেন তিনি?
Shreyas Iyer: ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়স আইয়ারের বাঁ দিকের কোমরের সজোরে মাটিতে ধাক্কা খায়

সিডনি: আকাশে বল উঠল, তিনি ছুটলেন। পিছনের দিকে দৌড়ে গিয়ে ধরলেন ক্যাচ। না কপিল দেবের ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে ভিভি রিচার্ডসের সেই ক্যাচের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডেতে (IND vs AUS 3rd ODI) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেওয়া ক্যাচের কথা। এই ক্যাচ নিতে গিয়েই আহত হন শ্রেয়স। তারপরেই তাঁকে মাঠ ছাড়তে দেখা যায়। এই চোট পাওয়ায় ভারতীয় সহ-অধিনায়কের ব্যাটিং করা নিয়েও তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন।
ঘটনাটি ঘটে ম্যাচের ৩৪তম ওভারের চতুর্থ বলে। হর্ষিত রানার বিরুদ্ধে পুল মারতে গিয়ে ব্যাটে, বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি ক্যারি। বল তাঁর ব্যাটের কাণায় লেগে থার্ড ম্যানের দিকে যাচ্ছিল। শ্রেয়স আইয়ার ছুটে গিয়ে ফুল লেংথ ডাইভ মেরে দুরন্ত ক্যাচ ধরেন। তবে ক্যাচ ধরার সময়ই তিনি ডাইভ মারার পর সজোরে মাটিতে আছড়ে পড়েন। সঙ্গে সঙ্গেই শ্রেয়সের চোখে, মুখে তিনি যে আহত হয়েছেন তা স্পষ্টভাবে ফুটে উঠছিল। মাটিতে শুয়েই তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই টিম ইন্ডিয়ার মেডিক্যাল মাঠে ছুটে আসে। শ্রেয়স আর ফিল্ডিং করতে পারেননি। কোনওরকমে এক সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন ভারতীয় দলের সহ-অধিনায়ক।
কোমরের চোটে অতীতেও বারংবার ভুগেছেন শ্রেয়স। ফের একবার সেই অঞ্চলের আশেপাশেই চোট লাগায় তাঁকে ঘিরে উদ্বেগ। তিনি আদৌ ব্যাট করতে নামতে পারবেন কি না, সেই নিয়েও রয়েছে প্রবল সংশয়। তবে মন্দের ভাল এই যে শ্রেয়স ভারতের টি-টোয়েন্টি দলে নেই। এই ওয়ান ডে পর তাই তিনি চোট সারানোর জন্য বেশ খানিকটা সময় পাবেন।
তবে শ্রেয়স না থাকলেও ভারতের টি-টোয়েন্টি দলে কিন্তু নীতীশ কুমার রেড্ডি রয়েছেন। শ্রেয়স এই ম্যাচ খেলার সময় চোট পেয়েছেন। নীতীশ রেড্ডি তো ম্যাচে মাঠেই নামতে পারেননি। গত ম্যাচে তিনি চোট পেয়েছিলেন। ভারতীয় দলের হয়ে এই সিরিজ়েই নিজের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন নীতীশ। প্রথম দুই ম্য়াচেই তিনি খেলেছিলেন। তবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেই তারকা অলরাউন্ডার চোট পান।
বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে নীতীশের চোটের সম্পর্কে জানানো হয়। সেই বিবৃতিতে বলা হয়, 'নীতীশ কুমার রেড্ডি অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলার সময় পেশিতে চোট পান এবং সেই কারণেই তৃতীয় ওয়ান ডেতে নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল দল প্রতিনিয়ত ওর চোটের দিকে নজর রাখছে।' নীতীশ টি-টোয়েন্টি সিরিজ়ে খেলতে পারবেন কি না, সেইদিকেও ভারতীয় সমর্থকদের নজর থাকবে।




















