BCCI Secretary: ভারতীয় ক্রিকেট বোর্ডে জয় শাহর জায়গায় সচিব হিসাবে দায়িত্বে কে? হয়ে গেল বড় ঘোষণা
Devajit Saikia Appointed BCCI Secretary: অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিবকে বেছে নেওয়া হল। তবে সেটা স্থায়ীভাবে নয়। আপাতত কার্যনির্বাহী সচিব হিসাবে বেছে নেওয়া হল কাকে?
মুম্বই: জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। জয় শাহর (Jay Shah) পর কে হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব? ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। তারপর থেকেই অপেক্ষা চলছিল, কবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিবের নাম ঘোষণা করা হয়।
অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিবকে বেছে নেওয়া হল। তবে সেটা স্থায়ীভাবে নয়। আপাতত কার্যনির্বাহী সচিব হিসাবে বেছে নেওয়া হল অসমের প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সাইকিয়াকে (Devajit Saikia)। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তথা কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি (Board President Roger Binny) কার্যনির্বাহী সচিব হিসাবে সাইকিয়াকে বেছে নিয়েছেন। সাইকিয়া অসমের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব ছিলেন। এবার পেলেন আরও বড় দায়িত্ব।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের যে কোনও পদাধিকারীককে কার্যনির্বাহী হিসাবে বেছে নেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা প্রয়োগ করেই সাইকিয়াকে বেছে নিয়েছেন বিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মকানুন মেনে পরবর্তী সচিব পদে স্থায়ী কাউকে নির্বাচিত করার আগে অস্থায়ীভাবে সেই দায়িত্ব সামলাবেন অসমের সাইকিয়া। এ বিষয়ে সাইকিয়াকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি। সেখানে ভারতীয় বোর্ডের গঠনতন্ত্রের ৭ (১) (ডি) ক্লজ় দেখানো হয়েছে। সেই ক্লজ়েই সাইকিয়া, যিনি অসমের অ্যাডভোকেট জেনারেলও, তাঁকে বোর্জের কার্যনির্বাহী সচিব করা হয়েছে।
আরও পড়ুন: হেডকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে ধুন্ধুমার বাঁধালেন সিরাজ, নিন্দায় সরব গাওস্কর
বোর্ডের গঠনতন্ত্রে ওই ক্লজ়ে বলা হয়েছে, 'কোনও পদ খালি হলে বা কাউকে সরিয়ে দেওয়া হলে বা কেউ সরে গেলে প্রেসিডেন্ট অন্য কোনও পদাধিকারীকে সেই দায়িত্ব দিতে পারবেন যতদিন না সেই পদ নিয়ম মেনে পূরণ করা হচ্ছে বা অপসারণের নির্দেশ খারিজ করা হচ্ছে।'
পরের বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত সাইকিয়া এই দায়িত্বে থাকবেন। পরের বছর সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভায় হবে নতুন সচিব নির্বাচন।
আরও পড়ুন: বাংলা দলের সঙ্গেই বেঙ্গালুরুতে শামি, অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে বড় আপডেট