Border-Gavaskar Trophy: অধিনায়ক বুমরাই, তবে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টেই ভারতীয় দলে যোগ দিচ্ছেন রোহিত!
Rohit Sharma: সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই গোটা দলের সঙ্গে আগে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত শর্মা।
নয়াদিল্লি: পারথে প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) জন্য রোহিত শর্মাকে (Rohit Sharma) পাওয়া যাবে না যে, তা আগেভাগেই প্রায় সকলেই জেনে গিয়েছিলেন। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনেও রোহিতের জায়গায় যশপ্রীত বুমরা সাংবাদিক সম্মেলনে এলেও, সেই বিষয়টি নিশ্চিতই হয়ে যায়। তবে সদ্যই একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে পারথেই নাকি ভারতীয় যোগ দেবেন রোহিত।
রোহিত ও রীতিকা সাজদে সত্যই দ্বিতীয়বার বাবা, মা হয়েছেন। সন্তানসম্ভবা রোহিত সেই কারণেই স্ত্রীর পাশে থাকবেন বলে অস্ট্রেলিয়ায় গোটা দলের সঙ্গে যাননি। তিনি কবে ভারতীয় দলে যোগ দেবেন, সেই নিয়েও যথেষ্ট ধোঁয়াশা ছিল। তবে সেই ধোঁয়াশা কাটতে চলেছে। দিনকয়েকের মধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিচ্ছেন ভারতীয় অধিনায়ক। খবর অনুযায়ী, পারথে প্রথম টেস্ট চলাকালীনই, ২৪ নভেম্বর ম্যাচের তৃতীয় দিন গোটা দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
পারথে প্রথম টেস্ট ও অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের মাঝে নয়দিনের ব্যবধান রয়েছে। রবিবারই 'হিটম্যান' টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিচ্ছেন। ফলত ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্টে রোহিতকে খেলতে দেখা যাবে বলে আশা করাই যায়। সেই ম্যাচের আগে রোহিতকে অনুশীলন ম্যাচেও খেলতে দেখা যাবে বলে খবর। ভারত 'এ' দলের হয়ে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত। রাজধানী ক্যানবেরার মানুকা ওভালে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর, দুইদিনব্যাপী দিন রাতের একটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। সেই ম্যাচেই রোহিতের খেলার সম্ভাবনা প্রবল।
তবে প্রথম টেস্টে নেতা বুমরা। অধিনায়ক হিসাবে তাঁর সামনেও কিন্তু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে বুমরা বলেন, 'আমি অত্যন্ত সম্মানিত ভারতের অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে। তাও আবার এমন হাইভোল্টেজ মহারণে। আমি আমার মত করে দায়িত্ব পালনে চেষ্টা করব। বিরাট আলাদা, রোহিত আলাদা। আমি আমার মত করে কাজ করব। আমি এটাকে আলাদা কিছু মনে করছি না। দায়িত্ব নিতে বরাবরই ভালবাসি। রোহিতের সঙ্গে আগেই কথা বলেছিলাম। কিন্তু এখানে আসার পর নিজের মধ্যে নেতৃত্ব দেওয়া নিয়ে একটা স্বচ্ছ ধারণা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে নেতৃত্বভার সামলেছি। তবে আমি এখানে একটা ম্য়াচের দায়িত্ব নিয়েই ভাবছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'নেটে কিন্তু...' বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগেই অস্ট্রেলিয়াকে 'বিরাট' হুঁশিয়ারি অধিনায়ক বুমরার