IND vs SA: তৃতীয় টেস্টে পুরো ফিট বিরাটকে পাওয়ার আশায় টিম ইন্ডিয়া
IND vs SA: তবে তৃতীয় টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বিরাট কোহলি, আশা করছেন কে এল রাহুল। বিরাটের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রাহুলই।
জোহানেসবার্গ: পিঠের পুরনো চোট তাঁকে ভোগাচ্ছে। জোহানেসবার্গ টেস্টের আগে একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন। তবে তৃতীয় টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বিরাট কোহলি, আশা করছেন কে এল রাহুল। বিরাটের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রাহুলই। যদিও টেস্ট হারতে হয়েছে। ম্যাচের পর রাহুল বলেন, ''বিরাট আগের থেকে অনেকটাই সুস্থ এখন। ব্যথাও কমে গিয়েছে। নেটে ব্যাটিং করেছেন গত কয়েকদিন। এমনকী ফিল্ডিং ও রানিংও করেছে ও। তৃতীয় টেস্টের আগে ওর পুরো সুস্থ হয়ে ওঠা উচিত।''
সাংবাদিক সম্মেলনে এসে রাহুল দ্রাবিড়ও বিরাটের ফিটনেস নিয়ে আশার কথা শোনালেন। তিনি বলেন, ''ওকে ছন্দেই মনে হচ্ছে। ব্যাটিং করছে নেটে। কেপটাউনে ওকে পাওয়া যাবে বলে আমি ভীষণভাবে আশাবাদী।''
এদিকে, ডিন এলগারের (Dean Elgar) (অপরাজিত ৯৬) দুরন্ত ব্যাটিংয়ে ভরে করে প্রোটিয়াদের প্রত্যাঘাত। ওয়ান্ডারার্সে (Wandereres Stadium) ভারতকে (Indian Cricket Team) ৭ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা (South Africa)। যার ফলে কেপটাউনে (Capetown) আগামী ১১ জানুয়ারি থেকে আয়োজিত হতে চলা টেস্ট ম্যাচ হয়ে দাঁড়াল সিরিজ নির্ধারক। সেই ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে ভারতীয় দল।
পিঠের ব্যথায় বিরাট কোহলি (Virat Kohli) খেলতে না পারেননি এই টেস্টে। অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের প্রথম ইনিংস অবশ্য মাত্র ২০২ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে শার্দুল ঠাকুরের শানদার বোলিংয়ে ভর করে ২২৯ রানে প্রোটিয়াদের প্রথম ইনিংস থামিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ফের ব্যর্থতাই সঙ্গী হয় ভারতীয় ব্যাটারদের। দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ২৬৬ রান। জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়েই চতুর্থ দিনের শেষপর্বে জয়ের লক্ষ্যমাত্রা ২৪৩ রানে পৌঁছে যান প্রোটিয়ারা। অধিনায়কোচিত ইনিংস খেলেন এলগার।