IPL 2024: আড়াইশোতম ম্য়াচ সিএসকের, প্রথমে ব্যাটিং বিরাটদের, আইপিএলে অভিষেক রাচিন রবীন্দ্রর
CSK vs RCB: প্রথম থেকেই মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে খেলছে সিএসকে। মাঝে ২ বছর নির্বাসনের খাঁড়া নেমে এসেছিল। কিন্তু সেখান থেকে ফিরে এসেছে তারা।
চেন্নাই: শুরু হয়ে গেল আইপিএল। প্রথম ম্য়াচে মুখোমুখি হল চেন্নাই সুপার কিংস ও আরসিবি। পি চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকে তাঁদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছে ফাফ ডু প্লেসির আরসিবির। এই নিয়ে নিজেদের আইপিএলে আড়াইশোতম ম্য়াচ খেলতে নামল চেন্নাই। ২০০৮ সাল থেকে শুরু করে এতগুলো বছর খেলছে এই দল। প্রথম থেকেই মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে খেলছে সিএসকে। মাঝে ২ বছর নির্বাসনের খাঁড়া নেমে এসেছিল। কিন্তু সেখান থেকে ফিরে এসেছে তারা। টুর্নামেন্টে পাঁচবার খেতাব ঘরে তুলেছিল সিএসকে। এবার সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার পালা।
ধোনির পরিবর্তে রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে খেলতে নেমেছে সিএসকে। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফাফ ডু প্লেসি। আরসিবি এবার নিলাম থেকে দলে নিয়েছিল ক্যামেরন গ্রিনকে। তাঁকে প্রথম ম্য়াচেই একাদশে রাখা হল। এছাড়াও নিলামে দলে নেওয়া হয়েছিল আলজারি জোসেফকে। ময়ঙ্ক ডাগারকেও নেওয়া হয়েছে প্রথম একাদশে।
অন্য়দিকে সিএসকে এবার তাঁদের নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামছে। সিএসকে জার্সিতে এবার দলে নিয়েছে রাচিন রবীন্দ্রকে। ডেভন কনওয়ে ফিরে যাওয়ার পর রবীন্দ্রকে এবার ওপেনে দেখা যাবে রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে। এছাড়া নিলামে দলে নেওয়া হয়েছে আরও এক কিউয়ি ব্যাটার ড্যারেল মিচেলকে। তাঁকেও একাদশে রাখা হয়েছে। এছাড়া সমীর রিজভিকে এবার দলে নিয়েছে সিএসকে। তাঁকেও প্রথম ম্য়াচেই একাদশে রাখা হয়েছে। চার বিদেশি নেওয়া হয়েছে মিচেল, রবীন্দ্র, মুস্তাফিজুর ও থিকসানা।
View this post on Instagram
সিএসকে একাদশ: রুতুরাজ গায়কোয়াড, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাডেজা, সমীর রিজভি, এম এস ধোনি, দীপক চাহার, মাহিস থিকসানা, মুস্তাফিজুর রহমন ও তুষার দেশপাণ্ডে
আরসিবি একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, গ্লেন ম্য়াক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, করণ শর্মা, আলজারি জোসেফ, ময়ঙ্ক ডাগার, মহম্মদ সিরাজ
এদিন ম্য়াচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পারফর্ম করেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন এ আর রহমন ও সােনু নিগম। দেশাত্মবোধক সঙ্গীত পরিবশন করেন রহমন। রকস্টারের বিখ্যাত গানে দেখা গেল মোহিত চৌহানকেও।
আরও পড়ুন: ফিরলেন বিরাট, ফাফ, মুস্তাফিজুরের বিধ্বংসী বোলিংয়ে প্যাভিলিয়নে আরসিবির প্রথম পাঁচ ব্যাটার