IPL Orange Cap: দল হারলেও কোহলির জন্য সান্ত্বনা পুরস্কার, অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন আরসিবি তারকা
IPL Batting Records: ব্যাটিং বিক্রমের নিরিখে সকলকে টেক্কা দিচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবি (RCB) জার্সিতে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন ভারতের মহাতারকা।
কলকাতা: আইপিএলে দুরন্ত ছন্দে বিরাট কোহলি। টুর্নামেন্ট শুরুর আগে যিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। পুত্রসন্তান হওয়ার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেননি। তবে আইপিএল গ্রহে পা রেখেই উজ্জ্বল কিংগ কোহলি। শুক্রবার তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঘরের মাঠে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। তবু, ম্যাচের শেষে কোহলি পেয়েছেন সান্ত্বনা পুরস্কার।
সপ্তদশ আইপিএলের প্রথম সপ্তাহেই ব্যতিক্রমী কিছু ব্যাটিং বিস্ফোরণ দেখা গিয়েছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) বিধ্বংসী হাফসেঞ্চুরি করে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। শিবম দুবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৩ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন দক্ষিণ আফ্রিকার তারকা হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। আইপিএলের অরেঞ্জ ক্যাপও ছিল ক্লাসেনের দখলে। শুক্রবার তা ছিনিয়ে নিলেন কোহলি।
কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় এই অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। বিশেষ করে টুর্নামেন্ট যত এগোয়, তত বাড়ে ব্যাটারদের রেষারেষি। শুক্রবার যেমন ক্লাসেনের থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন কোহলি।
অরেঞ্জ ক্যাপ রয়েছে কোহলির দখলে। ৩ ম্যাচে ১৮১ রান করেছেন আরসিবি তারকা। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করেছেন বিরাট।
অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুইয়ে নেমে গেলেন ক্লাসেন। ২ ম্যাচে দুটি হাফসেঞ্চুরি সহ ১৪৩ রান করেছেন সানরাইজার্স হায়দরাবাদের প্রোটিয়া তারকা। ২ ম্যাচে ১২৭ রান করে তালিকায় তিনে রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। ২ ম্যাচে ৯৭ রান করে রাজস্থান রয়্যালসেরই সঞ্জু স্যামসন রয়েছেন তালিকার চার নম্বরে। ২ ম্যাচে ৯৫ রান করে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা রয়েছেন তালিকার পাঁচে। শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ থাকবে কার ঝুলিতে?
আরও পড়ুন: মাঠেই গম্ভীরকে জড়িয়ে ধরলেন কোহলি, মধুরেণ সমাপয়েৎ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে