Kohli-Gambhir: আরসিবি-কেকেআর মহাদ্বৈরথের আগে কোহলির নজরে গম্ভীর
RCB vs KKR: চিন্নাস্বামীতে আজ কেকেআর এবং আরসিবি একে অপরের মুখোমুখি হতে চলেছে।
বেঙ্গালুরু: আজ চিন্নাস্বামীতে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। আরসিবি বনাম কেকেআরের দ্বৈরথের মানেই হাড্ডাহাড্ডি লড়াই, বক্স অফিস বিনোদন। অতীতে না না স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছে এই দুই দলের ম্যাচ। ফের একবার তেমনই এক লড়াইয়ের আশায় ক্রিকেটপ্রেমীরা।
আরসিবি বনাম কেকেআর ম্যাচের আগে অবশ্য দুই মহাতারকার দ্বৈরথের কথা সবার মুখে মুখে। কে সেই দুই মহাতারকা? তাঁরা হলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীর (Gautam Gambhir)। অতীতে বারংবার দুই তারকার আইপিএলের মঞ্চের বিবাদ শিরোনাম কেড়ে নিয়েছে। আজ ফের একবার দুইজনের দল একে অপরের মুখোমুখি হতে চলেছে। সেই ম্যাচের আগেই কেকেআরের সোশ্যাল মিডিয়ায় দুইটি ছবি শেয়ার করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
Cricket images that hit hard 🥶 pic.twitter.com/QYf5LanzYQ
— KolkataKnightRiders (@KKRiders) March 29, 2024
ছবিটিতে বিরাট কোহলিকে অনুশীলনের ফাঁকে গম্ভীরের দিকে কড়া নজরে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে কেকেআর লেখে, 'ক্রিকেট ইমেজেস দ্যাট হিট হার্ড'। অর্থাৎ ক্রিকেটের ছবি যা সকলকে ভাবিয়ে তোলে। দিল্লির দুই ছেলে অতীতে ২০১৩ সালে যথাক্রমে আরসিবি এবং কেকেআরের অধিনায়ক থাকাকালীন ম্যাচের মাঝেই তর্কাতর্কিতে জড়িয়ে ছিলেন। ২০১৬ সালেও গম্ভীরের নন স্ট্রাইক এন্ডে করা এক থ্রোকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বচসা বাধে। গত বছরে ফের একবার ম্যাচ শেষে দুই তারকার উত্তপ্ত বাক্য বিনিময় শিরোনাম কেড়ে নিয়েছিল। ফের একবার দুই তারকাকে দুই দলের ডাগ আউটে দেখা যাবে। কোহলি আরসিবির তারকা ক্রিকেটার, আর গম্ভীর বর্তমানে কেকেআরের মেন্টর।
আরসিবি বনাম কেকেআর ম্যাচের আগে গম্ভীরের মন্তব্য কিন্তু ম্যাচের ঝাঁঝ আরও বাড়িয়ে তুলেছে। গম্ভীর বলেন, 'যে দলকে আমি সবসময়, এমনকী আমার স্বপ্নেও হারাতে চাইতাম, সেই দলটা হল আরসিবি। সম্ভবত দ্বিতীয় বৃহত্তম হাই প্রোফাইল দল। কারণ এই দলেই ক্রিস গেল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সরা খেলতেন এবং দলের কর্ণধারও প্রসিদ্ধ। জেতে তো কিছুই নি, কিন্তু হাবভাব এমন যেন সবকিছু জিতে গিয়েছে। এই ধরনের আচরণ একেবারেই পোষায় না। কেকেআরের সেরা তিনটি জয়ও সম্ভবত আরসিবির বিরুদ্ধেই। আমি আমার ক্রিকেট কেরিয়ারে সবসময় আরসিবিকে হারাতে চাইতাম।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আরসিবি বনাম কেকেআরের মহারণে কেমন থাকবে পিচ, পরিবেশ, কোথায় দেখবেন ম্যাচ?