(Source: ECI/ABP News/ABP Majha)
S Africa vs Aus 3rd ODI: তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে ১১১ রানে হারিয়ে বাঁচিয়ে রাখল সিরিজ
South Africa vs Australia: ঝকঝকে সেঞ্চুরি এইডেন মারক্রামের। ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৭৪ বলে অপরাজিত ১০২ রান করেন দক্ষিণ আফ্রিকার তারকা।
পোচেসস্ট্রুম: প্রথম দুই ওয়ান ডে ম্যাচেই পরাজয় হজম করতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে (South Africa vs Australia)। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেও প্রোটিয়াদের ঘরের মাঠে তাদের হারিয়েছিল অস্ট্রেলিয়া। দুই ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার কাছে টানা ৫ ম্যাচ হারার পর অবশেষে প্রত্যাঘাত দক্ষিণ আফ্রিকার। তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১১১ রানে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ বাঁচিয়েও রাখল।
পোচেসস্ট্রুমে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৩৩৮/৬। ঝকঝকে সেঞ্চুরি এইডেন মারক্রামের। ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৭৪ বলে অপরাজিত ১০২ রান করেন দক্ষিণ আফ্রিকার তারকা। রান পেয়েছেন কুইন্টন ডি'ককও। ইনিংস ওপেন করতে নেমে ৭৭ বলে ৮২ রান করেন বাঁহাতি তারকা ব্যাটার। ৫৭ রান করেন অধিনায়ক তেম্বা বাভুমা। তিন নম্বরে নেমে রিজ়া হেন্ড্রিকস করেন ৩৯ রান। শেষ দিকে দুশো স্ট্রাইক রেট রেখে মাত্র ১৬ বলে ৩২ রান করেন পেসার অলরাউন্ডার মার্কো জানসেন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচ করেন জশ হ্যাজলউড। ৯ ওভারে ৭৪ রান দেন হ্যাজলউড। ট্র্যাভিস হেড ৩৯ রানে ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার (David Warner) হাফসেঞ্চুরি করেন। ঝোড়ো ইনিংস খেলেন হেডও। মাত্র ৭.৫ ওভারে ৭৯ রান যোগ করে অস্ট্রেলিয়া।
An inspired performance by the Proteas sees Mitch Marsh's Aussie men lose their first match this tour.
— Cricket Australia (@CricketAus) September 12, 2023
On a day in which Tanveer Sangha debuted and took his first ODI wicket, David Warner also starred with the bat with 78 off 56 balls #SAvAUS pic.twitter.com/9Cg34IrVZ0
কিন্তু এর পরেই ধস নামে অস্ট্রেলিয়া ইনিংসে। ৩৪.৩ ওভারে মাত্র ২২৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৫৬ বলে ৭৮ রান করেন ওয়ার্নার। ২৪ বলে ৩৮ রান করেন হেড। তবে মিচেল মার্শ, মার্নাশ লাবুশেনরা বড় রান পাননি। দক্ষিণ আফ্রিকার নবাগত পেসার জেরাল্ড কোয়েৎজ়ে ৫০ রানে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট তাবরেজ শামসি ও কেশব মহারাজের।
আরও পড়ুন: ২০১৮ সালে ফাইনালে তোলা কোচকেই ফের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন