Virat Kohli To Open for RCB: ভারতকে সিরিজ জিতিয়ে 'বিরাট' বার্তা কোহলির
৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চোদ্দোতম আইপিএল। এমনিতেই গতবারের আইপিএলে তীরে এসে তরি ডুবেছিল আরসিবি-র। তাই সামনের আইপিএলে বহুকাঙ্খিত খেতাব পেতে তিনি যে বাড়তি মরিয়া, সেটা বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলি।
আমেদাবাদ : ডু অর ডাই ম্যাচ। সিরিজের ভাগ্য ঝুলছে ম্যাচের ফলাফলে, এমন পরিস্থিতিতে চেনা মেজাজে এগিয়ে এলেন দলনায়ক। ওপেনিং ধন্ধ কাটাতে নিজের কাঁধে তুলে নিলেন দায়িত্ব। রোহিত শর্মার সঙ্গে নেমে পড়লেন ওপেনিংয়ে। শুধু নামলেন না, ৫২ বলে অপরাজিত ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলে গড়ে তুললেন জয়ের মঞ্চ। ম্যাচ, সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আর ইংল্যান্ডকে টি২০ সিরিজে হারানোর পর কোহলি দিয়ে রাখলেন বিরাট বার্তা।
কিছুদিনের মধ্যেই শুরু হবে আগামী আইপিএল। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করবেন বলেই জানিয়ে রাখলেন বিরাট কোহলি। ইংল্যান্ড বধের পর বিরাট বলেছেন, 'আইপিএলের ওপেন করব।' সিরিজ নির্ধারক ম্যাচে কেন হঠাৎ ওপেনিংয়ের সিদ্ধান্ত জানতে চাওয়া হলে বিরাটের সংযোজন, 'এই মুহূর্তে আমাদের মিডল অর্ডার যথেষ্ট শক্তিশালী। তাই রোহিতের মতো পার্টনারের সঙ্গে ওপেন করার সুযোগ কাজে লাগাতেই হয়।' ওপেনিং জুটিতে বিরাট-রোহিত জোড়েন ৯৪ রান।
(আরও পড়ুন টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান, অর্ধশতরান, জোড়া নজির বিরাটের )
৩৬ রানে জয় হাসিল করে টিম গেমের প্রশংসা করেছেন ক্যাপ্টেন কোহলি। মাঝের ওভারগুলোতে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের ব্যাটিংয়ের ভূমিকা প্রসঙ্গেও উচ্ছ্বসিত বিরাট। টেস্ট, টি২০ সিরিজে পর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ খেলতে নামবে ভারত। যার পরই দেশের মাটিতে পরের আইপিএল।
(আরও পড়ুন টেস্টের পর টি-২০ সিরিজও ভারতের দখলে)
৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চোদ্দোতম আইপিএল। এমনিতেই গতবারের আইপিএলে তীরে এসে তরি ডুবেছিল আরসিবি-র। তাই সামনের আইপিএলে বহুকাঙ্খিত খেতাব পেতে তিনি যে বাড়তি মরিয়া, সেটা বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলি। বেশিরভাগ মরশুমেই চেনা তিন নম্বরে ব্যাট করেছেন বিরাট। তবে মাঝেমধ্যেই দলের প্রয়োজনে ওপেনিংয়ের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন বিরাট। আর যতবারই আরসিবি অধিনায়ক ওপেন করেছেন, প্রত্যেকবারই তার সুফল পেয়েছে আইপিএলের ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি।