Motorola Phones: মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন কবে লঞ্চ হবে ভারতে? রইল সম্ভাব্য ফিচারের তালিকা
Motorola Edge 50 Ultra: ভারতে এর আগে মোটোরোলা এজ ৫০ প্রো এবং মোটোরোলা এজ ৫০ ফিউশন লঞ্চ হয়েছিল। সেই দলেই টপ-এন্ড মডেল হিসেবে যুক্ত হতে চলেছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন।
Motorola Phones: মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন (Motorola Edge 50 Ultra) ভারতে লঞ্চ হবে একথা আগেই শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। আগামী ১৮ জুন ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা সংস্থার এই ফোন (Motorola Smartphones)। ফ্লিপকার্ট (Flipkart), এই ই-কমার্স সংস্থায় মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অতএব বোঝা যাচ্ছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। মোটোরোলার এই ফোনে রয়েছে এআই ফিচার। ভারতে এর আগে মোটোরোলা এজ ৫০ প্রো এবং মোটোরোলা এজ ৫০ ফিউশন লঞ্চ হয়েছিল। সেই দলেই টপ-এন্ড মডেল হিসেবে যুক্ত হতে চলেছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন।
মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন একনজরে
- ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুসারে এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির pOLED ডিসপ্লে থাকতে চলেছে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ।
- মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে চলেছে। এছাড়াও সুরক্ষার জন্য স্ক্রিনের উপর থাকবে গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। এই ফোন IP68 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
- মোটোরোলার আসন্ন ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকতে চলেছে। এছাড়াও থাকতে চলেছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত আধুনিক ও উন্নত ফিচার।
- ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকবে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে। তিন বছরের জন্য অপারেটিং সিস্টেম এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন ইউজাররা।
- মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে ১২৫ ওয়াট পর্যন্ত ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। এর সঙ্গে ১০ ওয়াটের ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং ফিচারও থাকবে বলে শোনা গিয়েছে। এই ফোনের সাহায্যে স্মার্টওয়াচ এবং ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস চার্জ দেওয়া সম্ভব হবে এই পাওয়ার শেয়ারিং ফিচারের সাহায্যে।
- স্মার্ট কানেক্ট ফিচারের সাপোর্ট থাকতে চলেছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে। এর সাহায্যে ফোনে থাকা স্ট্রিমিং অ্যাপের কনটেন্ট দেখা যাবে ডেস্কটপ কিংবা ল্যাপটপবে। এছাড়াও ফোনে থেকে ছবি, টেক্সট, ডেটা কপি/পেস্ট করে নেওয়া যাবে কম্পিউটারে। এমনকি ফোন ব্যবহার করা যাবে ওয়েবক্যাম হিসেবেও।
- ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত), ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (থ্রি এক্স অপটিকাল জুম যমেত) থাকবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ক্যামেরার মধ্যে থাকতে চলেছে একাধিক এআই ফিচার।
আরও পড়ুন- কী কী ফিচার থাকতে পারে সিএমএফ ফোন ১ মডেলে? কেমন দেখতে হতে পারে এই ফোন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।