Realme 8 Series Update: ৯ সেপ্টেম্বর জোড়া ধামাকা, আসছে Realme 8s ও Realme 8i
ইটে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ বলেছেন, ''আমরা এবার আপনাদের 'আলটিমেট পারফর্মার' দিতে চলেছি। সেটা হল Realme 8s 5G। এই ফোনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর।
নয়াদিল্লি: আর কোনও রাখঢাক রইল না। আগামী ৯ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Realme 8s ও Realme 8i। ফোনের আত্মপ্রকাশের বিষয়ে নিজেই জানিয়েছে কোম্পানি।ফোনের বিষয়ে ট্যুইট করেছেন কোম্পানির সিইও মাধব শেঠ।
চিনা সংস্থা জানিয়েছে, নির্দিষ্ট দিনে বেলা সাড়ে ১২টার সময় অনলাইন ইভেন্টে লঞ্চ হবে এই দুই প্রোডাক্ট। ট্যুইটে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ বলেছেন, ''আমরা এবার আপনাদের 'আলটিমেট পারফর্মার' দিতে চলেছি। সেটা হল Realme 8s 5G। এই ফোনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। যা আগে কোনও ফোনে দেওয়া হয়নি।এই ফোনের মাধ্যমে একেবারে পাওয়ারফুল এক্সপিরিয়েন্স পাবেন আপনি। ''
Realme 8s-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনের ফাঁস হওয়া তথ্য সত্যি হলে এবারও অ্যান্ড্রয়েড ১১-এ চলবে ফোন। নতুন মডেলের ডিসপ্লে হতে পারে ৬.৫ ইঞ্চি। ৯০ হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হবে ফোনে। ৬ জিবি ও ৮ জিবি অপশনে পাওয়া যাবে ফোন। ফোনের লিকড ইমেজ দেখে মনে হচ্ছে, নতুন মডেলে তিনটে ক্যামেরা দিয়েছে চিনা কোম্পানি। ফোনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। আরও দুটো ক্যামেরার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। খবর সত্যি হলে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে Realme 8s-এ। ১২৮ ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে আসতে পারে নতুন মডেল।
ইউএসবি পোর্ট সি ছাড়াও ফোনে থাকতে পারে ৩.৫ এমএম-এর হেডফোন জ্যাক। এখানেই শেষ নয়, এবার ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ডার্ট ফাস্ট চার্জার দিতে পারে কোম্পানি। তবে এতকিছু জানালেও ফোনের দাম সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি টেক সাইটে। টেক ব্লগারদের মতে, নতুন মডেলের মাধ্যমে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ৫জি ফোন দিতে চলেছে কোম্পানি।
Realme 8i-এর সম্ভাব্য স্পেকস
এই ফোনে সম্ভবত ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দিতে পারে কোম্পানি।সঙ্গে থাকবে ১২০ হার্টজের রিফ্রেস রেট।মিডিয়াটেকের অক্টাকোর G96 চিপসেট থাকতে পারে ফোনে।মনে করা হচ্ছে বেস ভ্যারিয়েন্ট ৪জিবি ১২৮ জিবি দিতে পারে রিয়েলমি। নতুন মডেলে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর। সেলফির জন্য দেওয়া হতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।কোম্পানি জানিয়েছে, নতুন ফোনকে অলরাউন্ডার হিসাবে মার্কেটে আনবেন তারা। যার মধ্যে বেশি সময় চার্জ ধরে রাখার ব্যাটারি দেওয়া হবে। সঙ্গে থাকবে উন্নত প্রযুক্তির ফ্রেম পার সেকেন্ড (FPS)টেকনোলজি।
আরও পড়ুন: iPhone 13: iPhone 13-এ নচলেস ডিজাইন ! সেলফি ক্যামেরা থাকবে কোথায় ?
আরও পড়ুন : Apple’s iPhone 13 : iPhone 13-এ করা যাবে স্যাটেলাইট কল ! দুর্গম অঞ্চলেও পাওয়া যাবে নেটওয়ার্ক