Realme C33: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৩৩, কী কী ফিচার রয়েছে, দাম কত?
Realme Smartphone: রিয়েলমি সংস্থার আরও দুটো ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোন দু’টি হল রিয়েলমি নারজো ৫০আই প্রাইম এবং রিয়েলমি জিটি নিও ৩টি।
Realme Smartphone: রিয়েলমি সি৩৩ (Realme C33)- রিয়েলমি ‘সি’ সিরিজের (Realme C Series) এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। রিয়েলমি সি৩৩ ফোনে রয়েছে একটি Unisoc T612 SoC। এছাড়াও রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রিয়েলমি সি৩৩ ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস এয়ার ৩এস এবং রিয়েলমি ওয়াচ ৩।
ভারতে রিয়েলমি সি৩৩ ফোনের দাম এবং উপলব্ধতা
এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভার্সানের দাম ৮৯৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। ১২ সেপ্টেম্বর থেকে রিয়েলমির এই ফোনের বিক্রি শুরু হবে। ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। Aqua Blue, Night Sea, Sandy Gold- এই তিনটি রঙে রিয়েলমি সি৩৩ ফোন লঞ্চ হয়েছে ভারতে।
রিয়েলমি সি৩৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। অ্যান্ড্রয়েড ১২ বেসড Realme UI S Edition- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- রিয়েলমি সি৩৩ ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc T612 প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম।
- রিয়েলমি ‘সি’ সিরিজের এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে আরও একটি ক্যামেরা সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- রিয়েলমি সি৩৩ ফোনের ৬৪ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রিয়েলমির এই ফোনের ওজন প্রায় ১৮৭ গ্রাম।
রিয়েলমি সংস্থার আরও দুটো ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোন দু’টি হল রিয়েলমি নারজো ৫০আই প্রাইম এবং রিয়েলমি জিটি নিও ৩টি। এর মধ্যে রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোনের ঝলক দেখা গিয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে।
আরও পড়ুন- ৫জি-র মতো রেডমি ১১ প্রাইমের ৪জি মডেলও লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?