Realme Phones: রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনে বিশেষ ছাড়, কবে কোথায় পাবেন অফার? কতটা কমবে দাম?
Realme P1 Pro 5G: রিয়েলমি পি প্রো ৫জি ফোনে ছাড় পাওয়া যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট realme.com এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইটে।
Realme Phones: রিয়েলমি সংস্থা গত ১৫ এপ্রিল ভারতে লঞ্চ করেছিল রিয়েলমি পি১ (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো (Realme P1 Pro 5G) - এই দুই ফোন। সম্প্রতি শোনা গিয়েছে, আগামী ২১ মে রিয়েলমি পি১ প্রো ফোনের জন্য একটি বিশেষ সেল শুরু হবে। এই সেলের মেয়াদ মাত্র ১২ ঘণ্টা। ফোন কেনা যাবে ১৭,৯৯৯ টাকা থেকে। জানা গিয়েছে, ২১ মে দুপুরে এই সেল শুরু হবে এবং তা শেষ হবে মধ্যরাতে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০ হাজার টাকার কমেই রিয়েলমি পি সিরিজের এই ফোন দু'টি ভারতে কেনা যাবে আসন্ন অফারের সাহায্যে।
কোথায় এই ছাড় পাবেন ক্রেতারা
রিয়েলমি পি প্রো ৫জি ফোনে ছাড় পাওয়া যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট realme.com এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইটে। রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেল ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ২০০০ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের ক্ষেত্রে ১০০০ টাকা ব্যাঙ্ক অফার থাকবে। সমস্ত অফার মিলিয়ে বেস মডেলের দাম হবে ১৭,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ১৯,৯৯৯ টাকা। লঞ্চের সময় রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২১,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ২২,৯৯৯ টাকা।
এবার দেখে নেওয়া যাক রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- রিয়েলমির এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।
- এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড OLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই মডেলে Rainwater Touch ফিচার রয়েছে বেস মডেলের মতোই।
- রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনেও রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর রয়েছে ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট।
- এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। তার সঙ্গে আবার যুক্ত রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
আরও পড়ুন- ইনফিনিক্স জিটি বুক- নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ হতে চলেছে ভারতে, দাম কত হতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।