Upcoming Smartphones: আগামী সপ্তাহে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে? রইল তালিকা
Smartphones: সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে দেখে নিন।
Smartphones: সেপ্টেম্বর মাসের আগামী সপ্তাহে অর্থাৎ মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে বেশ কয়েকটি স্মার্টফোন (Smartphone) লঞ্চ হতে চলেছে। মোটোরোলা (Motorola) সংস্থার দুটো, রিয়েলমি (Realme) সংস্থার তিনটি এবং ভিভোর (Vivo) সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) সংস্থার ফোন লঞ্চ হতে চলেছে। কোন কোন ফোনের মডেল ভারতে লঞ্চ করতে চলেছে রইল তার তালিকা। আপাতত এই ফোনগুলির সম্ভাব্য দাম এবং ফিচার ও স্পেসিফিকেশনই প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ। নীচের তালিকায় দেখে নিন সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলা বিভিন্ন ফোনের খুঁটিনাটি তথ্য।
মোটোরোলা এজ ৩০ আলট্রা- আগামী ১৩ সেপ্টেম্বর মোটোরোলার এই ফোন লঞ্চ হবে ভারতে। এই ফোনে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। দাম হতে পারে ৫০ হাজার টাকার উপরে।
মোটোরোলা এজ ৩০ ফিউশন- মোটোরোলা এজ সিরিজের এই ফোনও ১৩ সেপ্টেম্বরই ভারতে লঞ্চ হবে। এখানে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত P-OLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর।
রিয়েলমি নারজো ৫০আই প্রাইম- রিয়েলমির এই ফোনও ১৩ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি Unisoc T612 প্রসেসর, একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
রিয়েলমি সি৩০এস- ১৪ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৩০এস ফোন। এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। তার সঙ্গে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি Unisoc T612 প্রসেসর।
আইকিউওও জেড৬ লাইট ৫জি- আইকিউওও সংস্থার এই ৫জি ফোন ভারতে লঞ্চ হবে ১৪ সেপ্টেম্বর। বিশ্বে সবার প্রথম এই ফোনেই থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬ জিবি র্যাম এবং ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে এই ফোনে। দাম হতে পারে ১৫ হাজার টাকার মধ্যে।
রিয়েলমি জিটি নিও ৩টি- আগামী ১৬ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির এই ফোন। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে। দাম হতে পারে ৩০ হাজার টাকার আশপাশে।