Vivo V40 Series: ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি৪০ সিরিজ, ক্যামেরায় থাকতে পারে আকর্ষণীয় ফিচার
Vivo Smartphones: ভিভো ভি৪০ সিরিজের মধ্যে ভিভো ভি৪০ বেস মডেল এবং ভিভো ভি৪০ প্রো মডেল লঞ্চ হতে পারে ভারতে। তবে কবে তা জানা যায়নি।
Vivo V40 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৪০ সিরিজ (Vivo V40 Series)। আগেই লঞ্চ হয়েছে ভিভো ভি৩০ সিরিজের (Vivo V30 Series) ফোন। এবার তারই সাকসেসর হিসেবে ভারতে আসতে চলেছে ভিভো ভি৪০ সিরিজ। শোনা যাচ্ছে, ভিভো ভি৪০ (Vivo V40) এবং ভিভো ভি৪০ প্রো (Vivo V40 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে পারে। তবে ভিভো সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি। কিন্তু অনুমান, ভিভো ভি৪০ সিরিজ ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। প্রসঙ্গত ভিভো ভি৩০ সিরিজেও লঞ্চ হয়েছিল ভিভো৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোন। সেই মতোই নতুন স্মার্টফোন সিরিজেও বেস মডেল এবং প্রো মডেল লঞ্চ হবে বলে অনুমান করা হয়েছে। শোনা গিয়েছে, ভিভো ভি৪০ সিরিজে Zeiss ব্র্যান্ডের ক্যামেরা সেনসরও থাকতে পারে। কবে এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে তা নিশ্চিতভাবে এখনও জানা যায়নি। তবে ভিভো ভি৪০ সিরিজ অগস্ট মাসে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর এই সিরিজের ফোনের ক্যামেরা মডিউলে কিছু আকর্ষণীয় ফিচার থাকতে চলেছে।
ভিভো ভি৪০ ফোন, ভিভো ভি৪০ সিরিজের বেস মডেলে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, একঝলকে দেখে নিন
গ্লোবাল মার্কেটে ভিভো ভি৪০ ফোন আগেই লঞ্চ হয়েছে। অনুমান গ্লোবাল ভ্যারিয়েন্টে যা যা ফিচার রয়েছে, তেমনই ফিচার থাকতে পারে ভিভো ভি৪০ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও।
- একটি ৬.৭৮ ইঞ্চির কার্ভড AMOLED স্ক্রিন থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। Zeiss ব্র্যান্ডের ক্যামেরা থাকতে পারে ভিভো ভি৪০ ফোনে।
- কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে এই ফোনে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকতে পারে।
- এই ফোন অ্যান্ড্রয়েড ১৪ বেসড FuntouchOS 14- এর সাহায্যে পরিচালিত হতে পারে। ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনের ডিসপ্লের উপর।
- ভিভো ভি৪০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যেতে পারে যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট থাকতে পারে। আরও একটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
- একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকতে পারে ভিভো ভি৪০ ফোনে। এছাড়াও ডুয়াল সিমের সাপোর্ট, ৫জি কানেক্টিভিটি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটির সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
- ভিভো ভি৪০ ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে।
আরও পড়ুন- শেষ হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল, ২০ হাজার টাকার কমে কোন কোন ৫জি ফোন কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।