Vivo V27 Series: বদলাবে ফোনের রঙ, অর্ধেক চার্জ হবে মাত্র ১৯ মিনিটে, ভারতে হাজির ভিভোর নয়া মডেল
Vivo Smartphones: ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
Vivo V27 Series: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৭ সিরিজের (Vivo V27 Series) দুটো ফোন- ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)। চিনের সংস্থা ভিভো গতবছরই এই ফোন চিনে লঞ্চ করেছিল। পয়লা মার্চ থেকে এই দুই ফোনের জন্য প্রি-বুকিং করতে পারবেন আগ্রহীরা। ভিভো ভি২৭ প্রো ফোনের বিক্রি শুরু হবে ৬ মার্চ থেকে। ভিভো ভি২৭ ফোনের বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। Magic Blue এবং Noble Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি২৭ সিরিজের এই দুই ফোন। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভোর অনলাইন স্টোর ও অফলাইন রিটেল পার্টনারদের থেকেও।
ভারতে ভিভো ভি২৭ প্রো এবং ভিভো ভি২৭ ফোনের দাম
ভিভো ভি২৭ প্রো ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। ভিভো ভি২৭ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩২,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা।
ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে ও প্রসেসর- ভিভো ভি২৫ সিরিজের সাকসেসর হিসেবে ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোন সিরিজ পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক Funtouch OS 13- র সাহায্যে। এই দুই ফোনে রয়েছে 3D কার্ভড স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও ভিভো ভি২৭ সিরিজের ফোনের পিছনের অংশে রয়েছে কালার চেঞ্জিং রেয়ার গ্লাস প্যানেল। ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই স্মার্টফোন সিরিজের 'প্রো' মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। আর ভ্যানিলা মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। এছাড়াও ভিভো ভি২৭ সিরিজের দুটো ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) সাপোর্ট। তার সঙ্গে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে।
ক্যামেরা- ভিভো ভি২৭ এবং ভিভো ২৭ প্রো, দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766V প্রাইমারি সেনসর রয়েছে, যেখানে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও রয়েছে। এছাড়াও রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।
ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট- ভিভো ভি২৭ সিরিজের দুটো ফোনেই রয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো সংস্থার দাবি, এই দুই ফোনে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট।
আরও পড়ুন- চেক বাউন্স হলে অন্য অ্যাকাউন্ট থেকে আদায় করা হবে টাকা, নতুন নিয়ম আনছে সরকার !