(Source: ECI/ABP News/ABP Majha)
Vivo V30e: ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫৫০০ এমএএইচ ক্যামেরা নিয়ে ভারতে হাজির ভিভোর নতুন ফোন, দাম কত?
Vivo V30 Series: সিল্ক ব্লু এবং ভেলভেট রেড- এই দুই রঙে ভিভো ভি৩০ই ফোন ভারতে লঞ্চ হয়েছে। কেনা যাবে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং বিভিন্ন পার্টনার রিটেল স্টোর থেকে।
Vivo V30e: ভারতে লঞ্চ হয়েছে ভিভো সংস্থার 'ভি ৩০' সিরিজের (Vivo V30 Series) নতুন ফোন। এবার লঞ্চ হয়েছে ভিভো ভি৩০ই (Vivo V30e) ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এটি একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো এবং জলে সহজে ফোন নষ্ট হবে না। ভিভো ভি৩০ই ফোনের অন্যতম আকর্ষণ ডিসপ্লের উপরে থাকা ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। Android 14-based Funtouch OS 14- এর সাহায্যে পরিচালিত হবে ভিভো ভি৩০ই ফোন। তিনটি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন ইউজাররা। আর চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে ভিভো ভি২০ই ফোনে।
ভারতে ভিভো ভি৩০ ই ফোনের দাম কত, কী কী রঙে কোথা থেকে কেনা যাবে, দেখে নিন বিভিন্ন অফার
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশন, যার দাম ২৯,৯৯৯ টাকা। সিল্ক ব্লু এবং ভেলভেট রেড- এই দুই রঙে ভিভো ভি৩০ই ফোন ভারতে লঞ্চ হয়েছে। কেনা যাবে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং বিভিন্ন পার্টনার রিটেল স্টোর থেকে। ক্রেতারা ১০ শতাংশ ছাড় পাবেন আইসিআইসিআই , এসবিআই, আইডিএফসি এবং অন্যান্য ব্যাঙ্কের কার্ডে ফোন কিনতে গেলে। এইচডিএফসি এবং এসবিআই- কার্ডে ফোন কিনলে ১০ শতাংশ ফ্ল্যাট ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা।
ভিভো ভি৩০ই ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত থ্রিডি কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- ভিভো ভি৩০ই ফোনের ইনবিল্ড ৮ জিবি র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ভার্চুয়াল ভাবে।
- এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। প্রাইমারি সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এটি একটি Sony IMX88 সেনসর। সেকেন্ডারি সেনসরের সঙ্গে যুক্ত রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে একটি Aura LED ফ্ল্যাশ। এই ফোনের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা, দুটোতেই 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।
- ৫জি, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া যাবে। ইউজারদের অথেনটিফিকেশনের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
- একবার পুরো চার্জ দিলে ভিভো ভি৩০ই ফোন প্রায় ২২ ঘণ্টা পর্যন্ত ইউটিউব দেখার এবং প্রায় ৫৩ ঘণ্টা পর্যন্ত গান শোনার সুবিধা দেবে ইউজারদের। এই ফোনটি ৭.৬৫ মিলিমিটার পুরু এবং এর ওজন প্রায় ১৭৯ গ্রাম।
আরও পড়ুন- ৮ হাজার টাকারও কমে ভারতে ঝাঁ-চকচকে ফোন লঞ্চ করতে চলেছে ভিভো, কোন মডেল লঞ্চ হতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।