Ghanta Khanek Sange Suman: "দলের মধ্যেই মমতাকে বিপদে ফেলতে চাইছে কিছু বিভীষণ," কাদের ইঙ্গিত মদনের? দেখুন ঘণ্টাখানেক সঙ্গে সুমন
পরপর ৬ দিন, সন্দীপ ঘোষকে ডেকে ম্যারাথন জেরা CBI-এর। "শুধু জেরাই হচ্ছে, তদন্তের অগ্রগতি সামনে আসবে কবে?" উঠল মিছিল থেকে প্রশ্ন। এবিপি আনন্দ নাকি স্বাস্থ্যসম্মান দিয়েছিল সন্দীপ ঘোষকে! সোশাল মিডিয়ায় মিথ্যে প্রচার। সন্দীপের বিরুদ্ধে এবার ED চান অভিযোগকারী প্রাক্তন ডেপুটি সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আর জি করের দখল নিল CISF। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে মুখর রাজপথ, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন মিছিল। "দলের মধ্যেই মমতাকে বিপদে ফেলতে চাইছে কিছু বিভীষণ," কাদের ইঙ্গিত মদনের? আর জি কর-কাণ্ডের মধ্যেই নানুরে ধর্ষণ, আনন্দপুরে মহিলা খুন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন।
অন্যদিকে, আর জি কর মেডিক্যালের সুরক্ষায় কাল থেকেই ২ কোম্পানি সিআইএসএফ। ভিতরের সুরক্ষায় আধা সেনা, বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশ।






























