ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৭.১০.২০২৫) : 'SIR হলে ১ কোটি নাম বাদ যাবে', ফের হুঁশিয়ারি শুভেন্দুর
Ghanta Khanek Sange Suman : 'SIR হলে ১ কোটি নাম বাদ যাবে', ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 'বৈধ ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বইবে', হুমকি রাজীব বন্দ্যোপাধ্যায়ের। ৩০ অক্টোবর বাংলা-সহ ৪ রাজ্যের মুখ্যসচিব ও DG-র সঙ্গে বৈঠকে কমিশন। শাসক থেকে বিরোধী, ২৬-র ভোটের আগে সবার মুখে বারবার ভবানীপুর। রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা!। ফুলবাগান ও সল্টলেকে রুদ্ধশ্বাস অভিযান! কলকাতা পুলিশের জালে ৩। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই NKDA-র চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়। কালীপুজোর আগে চাঁদার জুলুম, কী উঠে এল এবিপি আনন্দর ক্যামেরায়?
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদে কানন। নিউটাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ বৈঠক হয়। মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদে কানন। NKDA-র চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পরে, ফের তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়। তার পুরনো ফর্মে ফিরছেন। আজকেই বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফে জানিয়েও দেওয়া হয়েছে, NKDA-র চেয়ারম্যান হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী দার্জিলিং সফরে ছিলেন। এবং সেই সময় পাহাড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়। এবং সেই বৈঠকেই এই দায়িত্ব দেওয়ার বিষয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং গতকালই দার্জিলিং থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। শোভন চট্টোপাধ্যায়ও ফিরেছেন কলকাতায়। আর ফেরার পরেই, রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।






























