ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.০৯.২৪-পর্ব: ১):বেনজির নাগরিক আন্দোলনে মাথা নোয়াল সরকার।নতুন CP মনোজ ভার্মা
শেষমেশ জয় হল একমাসেরও বেশি সময় ধরে চলা, বেনজির অরাজনৈতিক নাগরিক আন্দোলনের। মাথা নোয়াতে বাধ্য় হল রাজ্য় সরকার। অবশেষে সরানো হল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে, নতুন CP হলেন মনোজ ভার্মা। গুরুত্বহীন পদে বদলি করা হল, নিহত চিকিৎসকের পরিবারকে টাকা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে, সেই DC নর্থ, অভিষেক গুপ্তকে।
কদিন আগেও মমতা বন্দ্য়োপাধ্য়ায় বুঝিয়ে দিয়েছিলেন, তিনি কলকাতার CP-কে এখনই পদ থেকে সরাতে চান না। পুজো মিটলে বিষয়টা দেখবেন। কিন্তু কাল রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠক শেষে, মুখ্য়মন্ত্রী ঘোষণা করলেন, কলকাতার পুলিশ কমিশনারকে সরানো হচ্ছে। যেটা জানা যাচ্ছে, CP-কে সরানোর প্রশ্নে প্রথমে অনমনীয়ই ছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, বৈঠকে জুনিয়র ডাক্তারদের তরফে প্রশ্ন তোলা হয়, কেন রিজওয়ানুরকাণ্ডের সময়, তৎকালীন পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবি তুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরপরই নাকি, CP-কে সরাতে রাজি হন মুখ্য়মন্ত্রী।
সেটাও ছিল একটা নাগরিক আন্দোলন। এটাও একটা নাগরিক আন্দোলন। সেটা ছিল, দুহাজার সাত সালের সতেরোই অক্টোবর। রিজওয়ানুরকাণ্ডে তৎকালীন CP প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে সরিয়ে দিয়েছিল বামফ্রন্ট সরকার। আর এর সতেরো বছর পর, আরেকটা সতেরো তারিখে, আর জি করকাণ্ডে নাগরিক আন্দোলনের চাপের মুখে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য় হল তৃণমূল সরকার।
শুধু লালবাজার নয়, অরাজনৈতিক নাগরিক আন্দোলনের জেরে, বদল এল স্বাস্থ্য়ভবনেও। সরিয়ে দেওয়া হল সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকেও। তাঁর জায়গায় নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। সরানো হল, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককেও। তাঁর বদলে আপাতত নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা করা হল সুপর্না দত্তকে।