ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.০৯.২৪- পর্ব: ২):RG কর কাণ্ডের CBI রিপোর্টে বিচলিত সুপ্রিম কোর্ট। আদালতে কড়া প্রশ্নের মুখে রাজ্য
আর জি কর কাণ্ডের তদন্তে, সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, রিপোর্ট দেখে আমরা উদ্বিগ্ন। সত্য উদঘাটনে CBI-কে আরও সময় দেওয়া প্রয়োজন। পাশাপাশি, নিহত চিকিৎসকের বাবার চিঠিকেও গুরুত্ব দেওয়ার জন্য় CBI-কে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অন্য়দিকে, আজ শিয়ালদা কোর্টে তোলা হয়, সন্দীপ ঘোষ এবং টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে। আদালতে CBI দাবি করে, চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা ধামাচাপা দিতে ষড়যন্ত্র করেছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। তাঁরা তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন।
আর জি কর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। তারপরেও চুক্তিভিত্তিক কর্মী দিয়ে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা কীভাবে সম্ভব? রাজ্য় সরকারের রাত্তিরের সাথী প্রকল্প নিয়ে এই প্রশ্নই তুলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, রাতে, কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তিও সংশোধন করতে বলল সুপ্রিম কোর্ট। এ নিয়ে প্রধান বিচারপতি বললেন, মহিলারা রাতে কাজ করবেন কিনা, সেটা রাজ্য সরকার ঠিক করে দিতে পারে না। বিজ্ঞপ্তি থেকে ওই অংশটা মুছে ফেলা হবে কোর্টে জানিয়েছেন, সরকারি আইনজীবী কপিল সিব্বল। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তার কাজ ধীর গতিতে চলছে বলেও আজ উষ্মাপ্রকাশ করেন প্রধান বিচারপতি।
আর জি করকাণ্ডে প্রতিবাদের আবহে, গত মাসে, মহিলাদের নিরাপত্তায়, বেশ কিছু নির্দেশিকা জারি করে নবান্ন। যার মধ্য়ে একটা ছিল, 'যেখানে এবং যতদূর সম্ভব, মহিলাদের নাইট শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে।' সেদিনও, ঘণ্টাখানেকের এই অনুষ্ঠানেই আমরা প্রশ্ন তুলেছিলাম, বিজ্ঞপ্তির এই অংশটা নিয়ে, আজ যেটা সংশোধনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।