Ghantakhanek Sange Suman(১০.১০.২০২৫) পর্ব ১ : পুর-দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীর অফিস, রেস্তোঁরায় ED-র তল্লাশি ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: পুর-দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীর অফিস, রেস্তোঁরায় ED-র তল্লাশি। মন্ত্রীর ছেলের ধাবাতেও গোয়েন্দা অভিযান, নজরে ব্যবসায়ী-অডিটরও। এজেন্সির ভূমিকায় বিরক্ত খোদ রাজ্য বিজেপিই। 'তদন্তের দীর্ঘসূত্রিতায় মানুষ হতাশ, আমরাও বিরক্ত,' ক্ষোভ উগরে দিলেন শমীক ভট্টাচার্য। 'ভোটের আগে এজেন্সি দিয়ে চাপে রাখার চেষ্টা,' আক্রমণ সুজিত বসুর। 'CEO-র দুর্নীতি সামনে আনুন, নাহলে বুঝব SIR-কে ভয় পাচ্ছেন'। CEO-কে আক্রমণ নিয়ে মুখ্য়মন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 'সময় হলেই প্রকাশ করব', কালই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও খবর...
দার্জিলিং থেকে জলপাইগুড়ি। বৃষ্টি-ধসে উত্তরবঙ্গে মৃত বেড়ে ৩২। চারদিকে শুধুই হাহাকার। উধাও সেতু, এখনও বিচ্ছিন্ন যোগাযোগ।
সাময়িক বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, সময়ে সেতুর রাস্তা খোলা নিয়ে ধন্দ। হয়রানি যাত্রীদের। প্রতিবাদের মুখে ২০ মিনিটের বেশি সময় পর খুলল সেতু, স্বস্তি যাত্রীদের।






























