ঘণ্টাখানেক সঙ্গে সুমন(পর্ব ২, ২৯.৪.২৫):প্রত্যাঘাতের ভয়,ইসলামাবাদ-লাহৌর আকাশসীমায় নিষিদ্ধ বিমান চলাচল
Ghantakhanek Sange Suman: ভারতীয় প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান। বিমান হানা থেকে বাঁচতে ইসলামাবাদ-লাহৌর আকাশসীমায় বিমান চলাচল বুধবার পর্যন্ত নিষিদ্ধ! জল-স্থল-আকাশ। পহেলগাঁওয়ের হামলার বদলা নিতে স্ট্য়ান্ডবাই মোডে ভারতের তিন সামরিক বাহিনী। গতকালই নরেন্দ্র মোদি বলেছিলেন, পহেলগাঁওয়ের হামলার পর ভারতের রক্ত ফুটছে। আর ভারতের এই গর্জনে দিশেহারা হয়ে, পরমাণু হামলার হুমকি দিচ্ছে পাকিস্তান। সেদেশের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন - "যদি আমাদের জল দেওয়া বন্ধ করে দেন, তাহলে যুদ্ধের জন্য তৈরি থাকুন। আমাদের কাছে ১৩০টি পারমাণবিক অস্ত্র আছে, সেগুলিকে শুধুমাত্র মডেল বানিয়ে রাখার জন্য নয়।" আবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নজম শেঠির হুঁশিয়ারি - "এটা এমন পরিস্থিতি, আমরা পরমাণু শক্তি ব্যবহার করব, সেটা ভারত জানে।" যদিও তথ্য বলছে, বর্তমানে ভারতের কাছে অন্তত ১৮০টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। আর পাকিস্তানের কাছে রয়েছে আনুমানিক ১৭০টি। তাই পাকিস্তানের নেতা-মন্ত্রীদের হুঁশিয়ারিকে হাস্যকর হিসেবেই মনে করছেন বিশেষজ্ঞরা।
All Shows






























