Ghantakhanek Sange Suman(১৫.০৮.২৫)পর্ব ১ :চাকরি যাওয়ার মানসিক চাপেই মৃত্যু। দাবি মৃত চাকরিহারা শিক্ষকের পরিবারের
Ghanta Khanek Sange Suman: জোড়া মৃত্যু ঘিরে তোলপাড় রাজনীতি। হাসপাতালে মৃত্যু চাকরিহারা শিক্ষকের, 'চুপিসাড়ে দেহ সরানোর চেষ্টা,' অভিযোগ চাকরিহারাদের । হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ কলকাতায় আনা নিয়ে বিক্ষোভ-উত্তেজনা। যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভে গবেষকের গ্রেফতারে বিতর্ক । স্পেন-ফেরত গবেষকের সঙ্গে জঙ্গি আফতাব আনসারির তুলনা সরকারি আইনজীবীর। 'কমবে GST-র হার, উপকৃত হবে দেশ,' লালকেল্লায় বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। 'অনুপ্রবেশের জন্য সীমান্তে বদলে যাচ্ছে জনবিন্যাস,' SIR-বিতর্কের আবহে মন্তব্য মোদির।'SIR-এর নামে আসলে NRC করার চেষ্টা,' কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর।
আরও খবর...
'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চে তুলকালাম। আইটিসি রয়্যাল বেঙ্গলে ট্রেলার লঞ্চে বাধা, অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর । পুলিশের সঙ্গে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বচসা । 'সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চে বাধা'। 'চলতে চলতে থামিয়ে দেওয়া হয়েছে ট্রেলার'। 'কিছু সমস্যা আছে, জানান হোটেলের আধিকারিক'। 'কী সমস্যা, সে বিষয়ে কিছু জানানো হয়নি'। তার কেটে দেওয়া হয়, অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর । কেউ বাধা দেয়নি, আমাদের কিছু করণীয় নেই, দাবি হোটেল কর্মীর । কথা বলতে এসেছিলাম, বাধা দিইনি, মন্তব্য হোটেল কর্মীর।
আড়িয়াদহের পর কামারহাটি, জয়ন্ত সিংহ-র পর এবার রোহিত সিংহ ! মদ খাওয়ার প্রতিবাদ করায় ফের 'আক্রান্ত' প্রতিবাদী। ২৫ নম্বর ওয়ার্ডে মদের ঠেক, প্রতিবাদ করায় মারধর ! বাড়ি ফেরার পথে তাঁকে মারধরের অভিযোগ পরিবারের। গণেশ পুজোর চাঁদা চাওয়ার অভিযোগ রোহিত সিংহ-র অনুগামীদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার, মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। ফেসবুকে ভিডিও ভাইরাল, অভিযুক্তরা শাস্তি পাক, মন্তব্য কাউন্সিলরের । 'আক্রান্ত' প্রতিবাদী আদিত্য মোহান্তি সাগরদত্ত মেডিক্যালে ভর্তি। রোহিত সিংহ-সহ ৬ জনের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় FIR। সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্ত রোহিত সিংহ-র। কালীপুজোর কমিটি গঠন করা নিয়ে গন্ডগোল, বচসা দু'পক্ষের, খবর পুলিশ সূত্রে।
All Shows






























