ঘণ্টাখানেক সঙ্গে সুমন : (০৯.০২.২১) : তারাপীঠ, ঝাড়গ্রামে বিজেপির জোড়া রথযাত্রার সূচনা। অনেক হয়েছে মমতা, পরিবর্তন চায় জনতা, আক্রমণে নাড্ডা। বাংলাকে শ্মশান করতে চায় বিজেপি, পাল্টা মমতা।
ভোটের আগে রাজনীতির রকমসকম দেখে অবধারিতভাবে রবীন্দ্রনাথের লাইন মনে পড়ে যায় -- ‘‘কথা চাই, কথা চাই,/ হাঁকে কথার বাজারে/কথাওয়ালা আসে ঝাঁকে ঝাঁকে/হাজারে হাজারে।’’ রাজনীতিবিদরা যে কথার কারবারী, তা কে না জানে! আর ভোটের মুখে এই কথা নিয়েই যত কথা। আজ জোড়া রথযাত্রার সূচনা করতে রাজ্যে এসে, জে পি নাড্ডা অভিযোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতি নষ্ট করে দিচ্ছেন। তৃণমূল নেতৃত্বের ভাষা-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, বিজেপি সভাপতি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন, অল্প বয়সে ক্ষমতা পেয়ে বখে যাওয়া ছেলে! উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি ভোটের আগে চুরি করা টাকা নিয়ে বাংলায় আসছে। তারা বাংলাকে শ্মশানে পরিণত করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের অভিযোগ তুলেছেন বিজেপির সঙ্গে বাম-কংগ্রেস আঁতাঁতের। তবে শুরুতেই আপনাদের দেখাব, ভোটের আগে জমজমাট বাগযুদ্ধ, বিষয় - বঙ্গসংস্কৃতি।