ভোটের ফল ঘোষণার পর, বীরভূমের তারাপীঠের পাইকপাড়া গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত উভয়পক্ষের ১০। আটক ৩ বিজেপি সমর্থক। স্থানীয় সূত্রে খবর, গতকাল বীরভূম কেন্দ্রের জয়ী প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে স্লোগান দিচ্ছিলেন তৃণমূল সমর্থকরা। বিজেপি সমর্থকরা পাল্টা জয় শ্রী রাম ধ্বনি দেওয়ায়, দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের ১০ জন। এদের মধ্যে একজনকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে। গ্রামে মোতায়েন পুলিশ। কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। তৃণমূল ও বিজেপি নেতাদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
IIT Kharagpur: রাতে শেষবার কথা, ফোনে না পেয়ে খড়গপুরে IIT-তে পৌঁছলেন মা-বাবা, হস্টেলের দরজা ভাঙতেই..
ICC Champions Trophy: সংখ্যালঘুদের ওপর অত্যাচারে উত্তাল দেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল থেকে বাদ লিটন
Multibagger Stocks:লাল বাজারেরও করছে কামাল, ১৮২ টাকার স্টক এক মাসেই ৮৮৩ টাকায়
IND vs IRE: জেমাইমার প্রথম সেঞ্চুরিতে ভারতের ইতিহাস, আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে সিরিজ় জয় স্মৃতি, দীপ্তিদের