লরির ধাক্কায় সাইকেল আরোহী তরুণের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি
বালিবোঝাই লরির ধাক্কায় সাইকেল আরোহী তরুণের মৃত্যুকে কেন্দ্র করে নদিয়ার নবদ্বীপ থানা এলাকায় উত্তেজনা। পথ অবরোধ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয়দের। লাঠি উঁচিয়ে পুলিশকে ধাওয়া। আহত কয়েকজন পুলিশ কর্মী। সকাল সাড়ে ৬টা নাগাদ সাইকেলে চড়ে বাজারে যাচ্ছিল বছর উনিশের ঝন্টু মণ্ডল। গৌরাঙ্গ সেতু ও গৌরনগরের মাঝে কৃষ্ণনগরগামী বালিবোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণের। এরপরই স্থানীয় বাসিন্দারা ঘণ্টাদুয়েক রাজ্য সড়ক অবরোধ করে। পুলিশ দেহ উদ্ধারে গেলে, স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি হয়। লাঠি উঁচিয়ে পুলিশকে ধাওয়া করেন স্থানীয়রা। পালাতে গিয়ে ঝোপের মধ্যে পড়ে যান এক পুলিশ কর্মী। পরে কৃষ্ণনগর থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। লরি আটক, চালক পলাতক
All Shows






























