Ariadaha Lynching Case: আড়িয়াদহে আক্রান্ত মা ও ছেলে হাসপাতালে ভর্তি, এখনও অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিংহ..
Ariadaha Incident More Arrest: আড়িয়াদহকাণ্ডের ৩ দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত। নতুন করে আরও ২ জনকে গ্রেফতার হলেও এখনও অধরা জয়ন্ত সিংহ। আড়িয়াদহকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আড়িয়াদহে আক্রান্ত মা ও ছেলে এখনও হাসপাতালে ভর্তি ।
আড়িয়াদহকাণ্ডে গ্রেফতার আরও ২। আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের। মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের সঙ্গে মদন মিত্র, তাঁর ছেলে এবং কাউন্সিলর পুত্রবধূর ছবিও সামনে এসেছে। যদিও দায় এড়িয়ে মদন মিত্র বলছেন, যখন ছবিটা তোলা হয়, তখন ক্রাইম করেনি জয়ন্ত। তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় কি এখনও গ্রেফতার হননি মূল অভিযুক্ত? তুঙ্গে রাজনৈতিক তরজা।
আড়িয়াদহ, অশান্তি, আর জয়ন্ত সিং। এই তিনটে শব্দ অনেকদিন ধরেই একসঙ্গে চলে আসছে। মা-ছেলেকে গণপিটুনিতে মূল অভিযুক্ত, জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে আগেও মারধরের মতো অভিযোগ উঠেছে। এবার ফের কাঠগড়ায় এই তৃণমূলকর্মী। আর এই ইস্য়ুতে, তৃণমূলের মধ্য়েই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। তৃণমূলকর্মী জয়ন্ত সিং প্রসঙ্গে, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর দাবি, সৌগত রায় চেনেন। সবটাই জানেন। সৌগত রায়ের নজরে সবটাই আছে। পাল্টা সৌগত রায় বলছেন, জয়ন্তর সঙ্গে তাঁর কোনও ঘনিষ্ঠতা নেই।ABP Ananda LIVE