BJP : রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় মহালয়ায় তর্পণ লকেট-সুভাষের। ABP Ananda Live
মহালয়ার তর্পণে সামিল রাজনীতিকরাও। চুঁচুড়ার জোড়াঘাটে গঙ্গায় তর্পণ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় এই তর্পণ। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, অভিষেকের দূত কর্মসূচি চালু করে রাজ্যের চাবি তাঁর হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর পাশাপাশি, বিজেপির কোন্দলের জন্যও তৃণমূলকে দায়ী করেন সাংসদ।
রাজনৈতিক হিংসার বলি দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে তর্পণ করলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhash Sarkar)। গোষ্ঠীদ্বন্দ্বে খুন হওয়া তৃণমূল কর্মীদের জন্যও তর্পণ করা হয়েছে। কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর।লোকসভা ভোট এগিয়ে আসায় নাটক করছেন সুভাষ সরকার, পাল্টা আক্রমণ তৃণমূলের। আহিরীটোলা ঘাটে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করলেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।
মেদিনীপুর শহরে কংসাবতী নদীর গান্ধীঘাটে তর্পণ সারলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক হিংসায় মৃত দলীয় কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ, দাবি মেদিনীপুরের বিজেপি সাংসদের। দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি শমিত দাস।
এদিন শেওড়াফুলির নিস্তারিণী কালীবাড়ি গঙ্গার ঘাটে তর্পণ করেন মন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, হরিপালের বিধায়ক করবী মান্না।