Suvendu on Durgapur: 'হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভীষণ চাপে আছি, মুখ খুলব না', বিস্ফোরক দাবি শুভেন্দুর
ABP Ananda LIVE : দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। দ্বিতীয় বর্ষের MBBS পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে খেতে যান ওই ছাত্রী। অভিযোগ, ফেরার সময় ২-৩ জন যুবক তাঁদের পথ আটকায়। একজন ডাক্তারি পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেয়। আরেকজন তাঁকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নির্যাতিতার সঙ্গী তাঁকে ওই মেডিক্যাল কলেজেই ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগে তদন্ত চলছে। নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নির্যাতিতার সঙ্গীর ভূমিকাও।
'আমি চিকিৎসকদের কাছে যাব বলে ঠিক করেছিলাম'। 'জিজ্ঞাসা করতাম আমাদের মেয়ে কেমন আছে'। 'সকাল আটটায় হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে বলছে, ভীষণ চাপে আছি, আমরা মুখ খুলব না', বিস্ফোরক দাবি শুভেন্দুর। জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণ শুভেন্দু অধিকারীর। 'হাসপাতালে গিয়ে নির্যাতিতাকে কেন দেখতে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়?' দুর্গাপুরে প্রশ্ন বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী বলছেন সুরক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে'। বাঙালি হিসেবে লজ্জিত, আক্রমণ বিরোধী দলনেতার।



















