BJP News: সরকারি বরাদ্দ কীভাবে হয় প্রত্যেকের জানা, পশ্চিমবঙ্গের যেটা প্রাপ্য সেটা পেয়েছে : শমীক
ABP Ananda LIVE: 'সরকারি বরাদ্দ কীভাবে হয় প্রত্যেকের জানা। পশ্চিমবঙ্গের যেটা প্রাপ্য সেটা পেয়েছে। পশ্চিমবঙ্গ বেশি পেয়ে গেলে তো লুটের পরিমাণ আরও বেড়ে যাবে। একটার পর একটা ফান্ড কেন্দ্রীয় সরকারের এ রাজ্যে আসে, ব্যবহার হয় না ফিরে চলে আসে'। বললেন শমীক।
উত্তপ্ত কোচবিহার, বিজেপির বিক্ষোভ, বাজি পোড়ানো ও অবরোধের ঘটনায় গ্রেফতার ১০
পুলিশ সুপারের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ঘিরে তপ্ত কোচবিহার (Cooch Behar) । পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে অবরোধেও লাঠিচার্জ পুলিশের । বাজি পোড়ানো ও অবরোধের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০ জনকে ।
রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ । ধৃত ১০ জনের মধ্যে মহিলা আইনজীবী-সহ ৩ মহিলার জামিন । মহিলার স্বামী পার্থ রায় সহ ৫ জনের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের । বাকি ২ জনের ২ দিনের জেল হেফাজতের নির্দেশ কোচবিহারের বিশেষ আদালতের ।
কোচবিহার কোতোয়ালি থানার কাছে বিজেপির বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি । বাজি ফাটানোয় কোচবিহারে 'মারমুখী' এসপি! প্রতিবাদ বিজেপির । কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিজেপির বিক্ষোভে উত্তেজনা । কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় ।

















