Corona & Dengue:৩ বছর পর দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা, পাশাপাশি, রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গিও
ABP Ananda Live: ২০২০ সাল থেকে ২০২২ সালের ভয়াবহ স্মৃতির ৩ বছর পর দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, সোমবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬১। সবথেকে উদ্বেগের বিষয় হল, গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি করোনা আক্রান্তের নিরিখে দিল্লির পরই নাম রয়েছে পশ্চিমবঙ্গের। অন্যদিকে, করোনার পাশাপাশি, রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গিও।
মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব, ফের প্রতিবাদীকে পিটিয়ে খুন! জয়নগরে মদ্যপান করে গালাগালি, প্রতিবাদ করায় হামলা। রবিবার রাতে প্রতিবাদীকে মার, সকালে ফের হামলা! দুষ্কৃতীদের মারে আক্রান্ত সায়েম খান, কলকাতায় আনার পথেই মৃত্যু। প্রতিবাদে বকুলতলায় পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ঝাঁটা, লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে যান মহিলারা। প্রতিবাদীকে পিটিয়ে খুন, ১৩ জনের বিরুদ্ধে FIR, ২ জন গ্রেফতার। দেহ ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে, থমথমে এলাকায় চাপা উত্তেজনা । '৫০ জনের দলবল নিয়ে হামলা, প্রতিবাদ করাই অপরাধ!' জয়নগরে প্রতিবাদী খুনে চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রীর


















