Holi 2025: দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বসন্ত উৎসবে মাতলেন সওকত মোল্লা
ABP Ananda Live: দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বসন্ত উৎসবে মাতলেন সওকত মোল্লা। দোল খেলার ফাঁকেই তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ। 'আগে '২৬-এর বিধানসভা ভোটে জিতে এসে দেখান, তারপর মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলার কথা বলবেন'শুভেন্দুকে কটাক্ষ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। দোলের দিন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির। শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছেন। মায়াপুরের ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয়। আবির বা অন্য রং নয়, এদিন কৃষ্ণপ্রেমে নিজেদের রাঙিয়ে নেওয়ার পালা। সকালে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, দিনভর বিশেষ পুজোর সঙ্গে হরিনাম সংকীর্তন। নৈহাটিতে রঙের উৎসবে মাতলেন পার্থ ভৌমিক। দোলের দিন সকালে স্থানীয় স্বপ্নবীথি পার্কের সামনে থেকে নৈহাটি পুরসভা পর্যন্ত আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রভাতফেরির। বসন্ত উৎসবে নিজে খোল বাজিয়ে অংশ নেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। প্রভাতফেরিতে পা মেলান নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।


















