Hospital Man : বাড়িয়ে দেন হাত, গরিব-দুঃখীর ত্রাতা, খালিপেটে কেউ না থাকুক, চান 'অন্ন-দাতা'
এখনকার ব্যস্ত জীবনে অন্যের জন্য ভাবার সময় আমাদের ক'জনের আছে ? তবে, কথায় আছে, 'ইচ্ছে থাকলে, উপায় হয়'। সেই প্রবাদটিই যেন প্রতিদিন সঠিক প্রমাণ করে চলেছেন 'হসপিটাল ম্যান' ওরফে পার্থ করচৌধুরী। (Partha kar choudhury) কাঁধে তাঁর বিরাট দায়িত্ব। দক্ষিণ কলকাতার (South kolkata) কয়েকটি হাসপাতালে সকালে ৮০, বিকেলে ৭০, মোট ১৫০ জনের খাবারের দায়িত্ব, (food delivery) বা বলা ভাল ভালবেসেই নিরন্নদের মুখে অন্ন তুলে দেন পার্থবাবু। গোটাটাই করেন বিনামূল্যে। খাবার বানান নিজেই, তারপরই গাড়িতে করে সটান পৌঁছে যান তাঁর অপেক্ষায় পথ চেয়ে থাকা ওই মানুষগুলির কাছে। তাঁদের কাছে 'হসপিটাল ম্যান'ই এখন 'সুপার ম্যান'।
সাত বছর আগে লড়াইটা শুরু করেছিলেন একাই। তারপর পাশে পেয়েছেন আরও বেশ কয়েকজনকে। নিজের অর্থ আর সাথে কিছু মহান মানুষের সাহায্যেই চলে এই কর্মযজ্ঞ। পার্থবাবুর নিজের একটি কিচেন ছিল, কিন্তু বর্তমানে অন্য বন্ধুর কিচেনেই কাজ চলছে। হসপিটাল ম্যান জানাচ্ছেন, ১৫০ তেই থেমে থাকতে চান না। দিনে অন্তত ৫০০ মানুষের মুখে অন্ন তুলে দেওয়াই এখন তাঁর লক্ষ্য।