Kanthi Election: সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, কার দখলে কাঁথি কৃষি সমবায়?
ABP Ananda LIVE: কার দখলে কাঁথি কৃষি সমবায়? ফল ঘোষণা শুরু হতেই উৎসবে তৃণমূল। ৭৮টির মধ্যে ১৩টিতে প্রার্থীই দিতে পারল না বিরোধীরা ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩টি আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ভোটের সময় অশান্তি, ফল ঘোষণা শুরু হতেই তৃণমূলের বিজয় উল্লাস। সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, দিনভর পিতা-পুত্রের দাপাদাপি !
কাঁথিতে সমবায় ভোট ঘিরে উত্তেজনা, রামনগরে অখিল গিরির ওপর হামলার অভিযোগ
সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, পিতা-পুত্রের দাপাদাপি! পুলিশের সামনেই বিজেপি নেতাকে সুপ্রকাশ গিরির হুমকি। পুলিশকে কনুইয়ের গুঁতো, জানোয়ার বলে আক্রমণে অখিল! পুলিশের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের। 'ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বিজেপির, দোসর পুলিশ'। বিজেপির হয়ে কাজ করছে পুলিশ, বিস্ফোরক দাবি অখিলের। হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের, খারিজ পূর্ব মেদিনীপুর পুলিশের। 'অখিলকে হেনস্থা বা মারধরের কোনও ঘটনাই ঘটেনি'। 'একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল'। 'অপ্রীতিকর ঘটনা এড়াতে বের করে আনা হয় অখিল গিরিকে'। তৃণমূল বিধায়কের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি জেলা পুলিশ সূত্রে।



















