Kasba News: কলকাতার একাধিক কলেজ মনোজিৎ-মডেলেই স্থায়ী-অস্থায়ী কর্মী নিয়োগ! নেপথ্যে মধুভাণ্ডের খেলা ?
ABP Ananda LIVE:কসবাকাণ্ডে তাঁর বক্তব্য়ের নিন্দা করে তৃণমূলের তরফে বিবৃতি দেওয়ায়, দলের অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। মহিলাদের বিরুদ্ধে যে কোনও অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং দোষীদের কঠোর শাস্তির দাবির কথা তৃণমূল স্মরণ করানোয়, শ্রীরামপুরের তৃণমূল সাংসদের প্রশ্ন, ''জিরো টলারেন্স ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে?'
আরও খবর...
নির্যাতিতা ছাড়া প্রথম সিমেস্টারের আরও এক ছাত্রীও সোদিন ছিলেন সন্ধে অবধি?
নির্যাতিতা ছাড়া প্রথম সিমেস্টারের আরও এক ছাত্রী প্রায় সন্ধে পর্যন্ত কলেজে ছিলেন, খবর সূত্রের। সেই ছাত্রীকে সন্ধের দিকে বেরিয়ে যেতে দেখেন ডে শিফটের গার্ড, খবর পুলিশ সূত্রে। রাত ৮টা ২৫-এ ওই গার্ড কলেজ থেকে বেরিয়ে যান। তার আগে ওই গার্ডের কাছে প্রমিত আছে কি না জানতে চান মনোজিৎ, খবর সূত্রের। মনোজিৎ গার্ডকে বলেন, প্রমিতকে ইউনিয়ন রুমের ভিতরে পাঠিয়ে দিতে




















