Kolkata Metro: একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো
ABP Ananda Live: ২৮ জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো । একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ মেট্রো স্টেশন। শুধু থামে ফাটল নয়, নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরও উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে। শুধু পিলার নয়, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ, খবর সূত্রের। বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায়, গোটা মেট্রো স্টেশনই সংস্কারের সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
সংস্কারের জেরে অন্তত বছরখানেক ধরে বন্ধ থাকতে পারে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, খবর সূত্রের । আগের স্টেশন ব্রিজি স্টেশন পর্যন্ত চলছে আপ ও ডাউন মেট্রো।
ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়, একের পর এক দেশে বিধ্বংসী সুনামি সতর্কতা, তছনছ হতে পারে উপকূল
ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়। দেশের পূর্ব উপকূলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প । রিখটার স্কেলে মাত্রা ছিল ৮ দশমিক ৭ । ভূমিকম্পের পর জারি করা হয়েছে হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা । বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।ভূমিকম্পের পরে প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ অন্যান্য দেশে আঘাত আছড়ে পড়তে পারে দৈত্যাকার ঢেউ । সংবাদ সংস্থা এএফপি অনুসারে, মার্কিন সুনামি কেন্দ্র জানিয়েছে যে হাওয়াই এবং রাশিয়ায় তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ভয়াবহ।


















