Kolkata News: কলকাতার বুকে খুলে গেল নতুন ন্যাচেরোপ্যাথি সেন্টার, নির্ভানা ন্যাচেরোপ্যাথি
ABP Ananda Live: কলকাতার বুকে খুলে গেল নতুন ন্য়াচেরোপ্য়াথি সেন্টার, নির্ভানা। রবিবার পথ চলা শুরু হল এই সেন্টারের। দক্ষিণ কলকাতার নতুন এই ন্য়াচেরোপ্য়াথি সেন্টারে প্রাচীন এবং প্রাকৃতিক পদ্ধতিতে দেওয়া হবে চিকিৎসা পরিষেবা, এমনই জানালেন উদ্য়োক্তারা।
রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ
অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে। এবং অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উপযুক্ত তথ্য-প্রমাণের সাহায্যে বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে। গরিব মানুষদের আইনের ওপর আস্থা তৈরি করা ও অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করে বার্তা দিলেন অমিত শাহ।
রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৮২ জন। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮৭, রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।


















