SSC Case: ধাক্কার পরেও মরিয়া রাজ্য-SSC, নতুন পরীক্ষায় দাগিদের বসার অধিকার চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন
ABP Ananda Live: ফের দাগিদের পাশে দাঁড়াল রাজ্য সরকার ও SSC। স্কুল সার্ভিস কমিশনের আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় দাগিরা কি অংশ নিতে পারবে? এই প্রশ্নে গতকালই হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, নির্দিষ্টভাবে দাগিদের বাদ দিয়ে ২০২৫-এর নিয়োগ প্রক্রিয়া করতে হবে। এমনকী যদি কোনও দাগি ইতিমধ্যে আবেদন করে থাকেন, তাহলে তার আবেদন বাতিল বলে গণ্য় হবে। গতকাল এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। আগামীকাল সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি বিক্রি করা হয়েছে, সেই কর্তব্যবোধেই দাগিদের পাশে দাঁড়াচ্ছে সরকার- এমনই কটাক্ষ করেছেন চাকরিহারা শিক্ষকরা। ছলে-বলে-কৌশলে দাগিদের বাঁচাতে চাইছে বলে অভিযোগ তুলেছেন আইনজীবীদের একাংশ। অধীর চৌধুরী বলছেন, দাগিদের হয়ে কথা না বললে তৃণমূলের বহু নেতার পিঠের ছাল উঠে যাবে। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল।
RG করের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার, 'আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার?..'
আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মঙ্গলবার রাজ্য সরকার, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। পাল্টা অভয়ার পরিবারের আইনজীবী প্রশ্ন করেন, রাজ্য সরকার কী লুকোতে চাইছে? ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, এখনও সুবিচার পাননি তাঁরা!এই প্রেক্ষাপটে, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই।



















