Kaliganj: তামান্না হত্যার ৮১দিন পার,দেওয়া হয়নি চার্জশিট, SPঅফিসের সামনে ধর্নায় তামান্নার মা ও বাবা
ABP Ananda LIve: তামান্না খুনের ৮১ দিন কেটে গেলেও এখনও দেওয়া হয়নি চার্জশিট। এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি-র সঙ্গে দেখা করতে যান তামান্নার মা। কিন্তু, তাঁর সামনে এসপি অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ । পুলিশ সুপারের অফিসের সামনেই ধর্নায় বসেছেন তামান্নার মা ও বাবা।
আরও পড়ুন...
অশান্ত নেপালে ফের বাড়ল কার্ফুর মেয়াদ
অশান্ত নেপালে ফের বাড়ল কার্ফুর মেয়াদ। আজ সকাল ১০ থেকে শুক্রবার সকাল ৭ পর্যন্ত বাড়ানো হল কার্ফু। সকাল এবং রাতে ২ ঘণ্টা করে কার্ফু শিথিল করা হবে। নেপাল-হিংসায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু, আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আজই কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তার ঘোষণা? অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কারকির হাতে যেতে পারে দেশের দায়িত্ব সুশীলা কারকিকে সমর্থন বালেন শাহর। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ৬ মাস, খবর সূত্রের। দায়িত্ব নিতে তিনি তৈরি, জানিয়ে দিয়েছেন সুশীলা কারকি। আজ জেন Z-র বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন সুশীলা কারকি।





















