Kunal Ghosh on Rahul Sinha: 'রাজ্যের অসহযোগিতার কথা CBI-পিটিশনে নেই', নোবেল নিয়ে রাহুলের পাল্টা কুণাল।Bangla News
রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ। এরই মধ্যে এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha)। ‘নোবেল চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) জড়িত’, মন্তব্য রাহুল সিনহার। এই প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "রাহুল সিনহা হচ্ছেন একজন ‘ভ্রাম্যমান পরাজিত’। উনি সারা বাংলার নানা জায়গায় ঘুরে ঘুরে ভোটে দাঁড়ান আর হারেন। ফলে ওনার এই ধরনের ছেলে মানুষি কথা বার্তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কোন অসহযোগিতা থাকলে সিবিআই-এর একটা পিটিশনেও তো সেই কথা নেই। বরং সিবিআই-এর এফআইআর-এ শুভেন্দু অধিকারীর নাম রয়েছে কই তাঁকে তো গ্রেফতার করছে না।"




















