Kunal Ghosh: 'নির্বাচন কমিশন এবং সরকার এই দুটির মধ্য়ে অনেকটাই পার্থক্য আছে', মন্তব্য কুণাল ঘোষের
ABP Ananda LIVE : 'নির্বাচন কমিশন এবং সরকার এই দুটির মধ্য়ে কিন্তু অনেকটাই পার্থক্য আছে', মন্তব্য কুণাল ঘোষের। ভোটার তালিকায় গরমিল, অফিসারদের সাসপেনশন-FIR নির্দেশ। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যসচিবের।৪ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মুখ্যসচিবকে ডেডলাইন জাতীয় নির্বাচন কমিশনের। অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে, জানালেন মুখ্যসচিব।
এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ
এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ। কারা 'বিশেষ সুবিধা' পেয়েছেন, কারা পাননি সেটা কীভাবে আলাদা করব? প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। আমরা কোনও 'বিশেষ সুবিধা' পায়নি বলে দাবি করেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের একাংশের আইনজীবী। তখনই বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন যে কারা "বিশেষ সুবিধা" পেয়েছে আর কারা পায়নি সেটা কীভাবে আলাদা করব ? একইভাবে এসএসসি মামলা চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকও বারবার স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করেছিলেন যে 'যোগ্য-অযোগ্য' আলাদা করা যাবে ? চূড়ান্ত রায়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে, চাল আর কাঁকড় আলাদা করা সম্ভব হচ্ছে না বলে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিতে বাধ্য হচ্ছে ডিভিশন বেঞ্চ।

















