PM Modi: নেশামুক্ত ভারত গড়তে ‘নমো যুব রান‘, মহালয়ার সকালে প্রধানমন্ত্রীর নামে ম্যারাথন
ABP Anand Live: নেশামুক্ত ভারত গড়তে মহালয়ার সকালে প্রধানমন্ত্রীর নামে ম্যারাথন। যার নাম দেওয়া হয়েছে ‘নমো যুব রান‘। দেশের একশোটি জায়গায় এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা ও শিলিগুড়ি। নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ পালন করে বিজেপি। তার একটি অংশ হিসেবে এই ‘অরাজনৈতিক’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে শুরু হয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত যাবেন ম্যারাথনে অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রীর নামে এই ম্যারাথনে যোগ দিয়েছেন বিজেপির একাধিক বিধায়ক ও নেতারা।
Chandranath Sinha: 'উনি প্রভাবশালী', কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ৭দিনের হেফাজতে চাইল ED, মঙ্গলবার রায় দেবে আদালত
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আদালতে ঝুলে রইল চন্দ্রনাথ সিংহর ভাগ্য। কারামন্ত্রীকে সাত দিনের জন্য হেফাজতে চাইল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, নথি চাওয়া হলেও তা সময়ে পাঠাননি চন্দ্রনাথ সিংহ। চার্জশিটের পর তড়িঘড়ি নথি জমা দেন। বোঝাই যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। পাল্টা চন্দ্রনাথ সিংহর আইনজীবীর বক্তব্য, ইডি বেশকিছু তথ্য চেয়েছিল, যা কম সময়ে দেওয়া যায় না।
কারামন্ত্রীর কি কারাবাস হবে? নাকি জামিন পাবেন? শনিবার এই বিষয়টির দিকেই নজর ছিল রাজ্যবাসীর। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে ED-র বিশেষ আদালতে শুনানি শেষ হলেও, রায় ঘোষণা হবে মঙ্গলবার দুপুর দুটোয়। এদিক আদালতের বাইরে বেরিয়ে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, 'আমার বিচারব্যবস্থার প্রতি আস্থা ছিল। আস্থা আছে। ভবিষ্যতেও আস্থা থাকবে।'



















