WB BJP News: রাজ্য বিজেপির ব্যাটন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের হাতে তুলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব
ABP Ananda LIVE: বছর ঘুরলেই বিধানসভা ভোট। ফের একবার বঙ্গ দখলের স্বপ্ন দেখছে বিজেপি।আর সেই ভোট পরিচালনার গুরুদায়িত্ব শমীক ভট্টাচার্যের ওপরই দিলেন নরেন্দ্র মোদি- অমিত শাহরা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির ব্যাটন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের হাতে তুলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা হবে। বুধবার দুপুরে সল্টলেকে বিজেপির দফতরে সুকান্ত মজুমদার ও শুভেনদু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন শমীক ভট্টাচার্য। আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় হয়নি ভোটাভুটি, জানিয়েছেন সুকান্ত মজুমদার।
আরও খবর...
সাউথ ক্য়ালকাটা ল' কলেজে গণধর্ষণের অভিযোগে এবার একের পর এক বিস্ফোরক তথ্য় সামনে আনলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি এজেন্সির কর্ণধার। তাঁর দাবি, ভয়েই কাউকে কিছু জানাতে পারেননি ঘটনার রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী ধৃত পিনাকী বন্দ্যোপাধ্যায়। সিকিউরিটি এজেন্সির অপারেশনাল ম্যানেজারের দাবি, ফোনে পিনাকী বন্দ্যোপাধ্য়ায় তাঁকে জানিয়েছিলেন, তাঁর ফোন নিয়ে নেওয়া হয়েছিল। আটকে রাখা হয় ইউনিয়ন রুমে। মনোজিৎ মিশ্রর মারধরের হাত থেকে রেহাই পাননি আরেক নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীলও। কলেজে নাকি চলত ম্যাঙ্গো দাদার 'হুকুম'। সংস্থার অপারেশনাল ম্য়ানেজার এদিন বলেন, গার্ডকে বলত মাথা টিপে দে, বডি ম্যাসাজ করে দে, গার্ডকে করতে হত, যেহেতু এটা মনোজিৎ দাদা বলছে। তাঁর আরও দাবি, অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ


















