Ramnabami News: হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, কড়া নিরাপত্তা
ABP Ananda Live: হাওড়া, বারাসাত বহরমপুরে হাতে অস্ত্র নিয়ে মিছিল। জায়গায় জায়গায় পুলিশে পুলিশে ছয়লাপ। : হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া র্যালি । শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা র্যালি । এদিন মালদা শহরে অস্ত্রহাতে, ডিজে বাজিয়ে শোভাযাত্রা বের হয়। রামনবমী উদযাপন সমিতির শোভাযাত্রার আয়োজন করে। হাতে গেরুয়া ধ্বজা, মুখে জয় শ্রীরাম স্লোগান তুলে মিছিলে অংশ নেন দলে দলে মানুষ। যে রাস্তা দিয়ে শোভাযাত্রা এগোয় সেখানে একটি বিরাট মালা তৈরি করা হয়েছিল, যা দেখতে ছিল একেবারে ভারতবর্ষের মানচিত্রের মতো। ফোয়ারামোড়ে শোভাযাত্রা যখন রাস্তা ধরে এগোয়, দুই পাশে বেশ কিছু স্টল দেখা যায়, যার উপরে একটি ব্যানারে লেখা ছিল, 'ভ্রাতৃ্বের বন্ধনে আমরা'। মালদা শহর মুসলিম কমিটির তরফে ওই আয়োজন করা হয়। (Malda News)

















