RG Kar BJP Protest: 'অপরাধীদের না, নিজেদের লোককে বাঁচানোর চেষ্টা করছে', আক্রমণ অর্জুনের
ABP Ananda LIVE: 'আজ আমরা সব থানা ঘেরাও করেছি। সন্দীপ ঘোষের মাসে ২০কোটি টাকা তোলাবাজি ছিল। এরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকেই মারছে। অপরাধীদের না, নিজেদের লোককে বাঁচানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি আমরা', বললেন অর্জুন সিংহ।
'কর্মবিরতি করার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না'। আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস প্রধান বিচারপতির। কাজে যোগ দিন, আন্দোলনকারী চিকিৎসকদের বার্তা সুপ্রিম কোর্টের। প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে, জানাল সর্বোচ্চ আদালত। 'আর জি কর মেডিক্যালের হস্টেলে জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের হুমকি দেওয়া হচ্ছে'। শুনানিতে অভিযোগ চিকিৎসকদের আইনজীবীর। নাম দিন, CISF-কে বলে ব্যবস্থা নেব, জানালেন সলিসিটর জেনারেল। চিকিৎসকদের ৩৬ ঘণ্টা টানা ডিউটি নিয়ে উদ্বেগপ্রকাশ প্রধান বিচারপতির। সরকারি হাসপাতালের অসংখ্য সমস্যা নিয়ে তাঁদের কাছে রিপোর্ট এসেছে, জানাল সুপ্রিম কোর্ট। হাসপাতালের কর্মীদের মধ্যেও অনেকে ভীত, জানালেন, চিকিৎসকদের আইনজীবী। টানা ৩৬ ঘণ্টা কেন ডিউটি করতে হয়েছিল নির্যাতিতাকে? প্রশ্ন শুনানিতে। নির্যাতিতার টানা ৩৬ ঘণ্টা ডিউটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। 'একবার আমার আত্মীয় সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, মেঝেতে শুয়েছিলাম'। শুনানি চলাকালীন মন্তব্য প্রধান বিচারপতির। অভিযুক্তর মেডিক্যাল পরীক্ষা হয়েছে? জানতে চাইলেন প্রধান বিচারপতি। 'তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো নেই'। সুপ্রিম কোর্টে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর।