RG Kar News: কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আর জি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা
ABP Ananda Live: কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আর জি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা। ইমার্জেন্সি ছাড়া অন্য সব পরিষেবার ক্ষেত্রে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। অবস্থানে অনড় আর জি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা। শনিবার গণকনভেনশনের ডাক জুনিয়র চিকিৎসকদের ।
আরও খবর, মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর ময়নাতদন্ত থেকে এফআইআর দায়ের। আর জি করকাণ্ডে টাইমলাইন নিয়ে রাজ্য সরকার ও পুলিশকে তুলোধোনা সুপ্রিম কোর্টের। ৫ সেপ্টেম্বর শুনানি। রাত দশটা দশ মিনিটে জেনারেল ডায়েরি, রাত সাড়ে এগারোটায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু। এটা অত্যন্ত বিরক্তিকর বিষয়। অপরাধের জায়গা সুরক্ষিত করতেই দেরি ? প্রশ্ন সুপ্রিম কোর্টের। মৃতদেহ মেলার ১৪ ঘণ্টা পরে কেন এফআইআর ? উদ্দেশ্য কী ছিল ? অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিল ? অধ্যক্ষের অবিলম্বে এফআইআর করা উচিত ছিল। মন্তব্য প্রধান বিচারপতির। তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি হয়েছে। তদন্তে সমস্যার সমমুখীন হতে হচ্ছে। অপরাধের জায়গা আগের মতো নেই। দাবি সিবিআইয়ের। তথ্যলোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে, মত সুপ্রিম কোর্টের।