(Source: ECI/ABP News/ABP Majha)
Sayantika Banerjee: বরানগরজুড়ে হবে বৃক্ষরোপণ কর্মসূচি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। ABP Ananda Live
ABP Ananda Live: বিধায়ক হয়েই বরানগরে সবুজায়নে জোর সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়ের। বরানগরে ক্লাবগুলিকে দেওয়া হবে চারাগাছ। তাও যে সে গাছ নয়, দেওয়া হবে মেহগনি গাছের চারা। ঠিকমতো পরিচর্যা করতে পারলে, মিলবে পুরস্কারও।
ভোটের আগে ইশতেহারে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি। বরানগরবাসীকে দেওয়া তাঁর সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবায়িত করতে চলেছেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য 'গ্রিন বরানগর, ক্লিন বরানগর'। সেজন্য় এবার বরানগরে ক্লাবগুলিকে দেওয়া হবে গাছের চারা। বরানগরজুড়ে হবে বৃক্ষরোপণ কর্মসূচি। কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'তরুস্তুতি'। বন দফতরের তরফ থেকে দেওয়া হয়েছে ৫০০ টি মেহগনি গাছের চারা। বরানগর ক্লাব প্রতিষ্ঠান সমিতির অধীনে থাকা সব ক্লাবকে দেওয়া হবে ৫ টি করে চারাগাছ।
কোন ক্লাব কত ভালভাবে গাছের পরিচর্যা করতে পারল, একবছর পর তা দেখা হবে। সবচেয়ে ভালভাবে যে ক্লাব গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে পারবে, তাদের জন্য থাকবে ৩০ হাজার টাকা পুরস্কার। শনিবার ক্লাবগুলির মধ্যে বিতরণ করা হবে গাছের চারা। চারাগাছগুলি বিতরণ করা হবে অরাজনৈতিক প্ল্যাটফর্ম বরানগর ক্লাব প্রতিষ্ঠান সমিতির ব্যানারে। যে প্রতিষ্ঠানের মাথায় রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।